মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
শারীরিক ও পারিবারিক কারণে প্রচুর অর্থ ক্ষতির আশঙ্কা আছে। চাকরি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আছে। গচ্ছিত অর্থ পুনপ্রাপ্তির আশা আছে। বিবাহের প্রস্তুতির সূচনা হবে। প্রেম রোমান্স শুভ।
শুভবার হলো শনিবার ও রোববার। শুভ রং হলো নীল ও লাল।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
গঠনমূলক কাজে প্রেরণা পাবেন। শত্রুদের কূটনৈতিক চক্রান্ত ব্যর্থ হবে। নৈতিক সংগ্রামে জয়লাভের আশা প্রবণ। আয়ের নতুন নতুন মাধ্যম আসতে পারে। দূরের যাত্রা শুভ।
শুভবার হলো বুধবার ও বৃহস্পতিবার। শুভ রং হলো সবুজ ও হালকা হলুদ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কোনো গঠনমূলক কাজে শ্রম অনুযায়ী আর্থিক উন্নতি হবে না। একাধিকবার সুযোগ হস্তচ্যুত হতে পারে। আকস্মিক রক্তপাতের আশঙ্কা আছে। পুরোনো ঋণ পরিশোধ হতে পারে। দূরের যাত্রা শুভ।
শুভবার হলো সোমবার ও মঙ্গলবার। শুভ রং হলো সাদা ও লাল।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। একাধিকবার প্রতারিত হওয়ার যোগ আছে। ন্যায্য প্রাপ্তিতে বর্জিত হওয়ার সম্ভবনা আছে। দ্বিমুখী দ্বিধা বহুলাংশে হ্রাস পাবে। প্রেম শুভ।
শুভবার হলো শুক্রবার ও শনিবার। শুভ রং হলো সাদা ও হালকা নীল।
মিথুন (২২ মে-২১ জুন)
সঙ্গ নির্বাচনে সতর্কতা প্রয়োজন। জনকল্যানমূলক কাজে লিপ্ত হতে পারেন। নতুন গৃহ নির্মাণের সুযোগ আসবে। একক চেষ্টায় নিজ কর্ম জগতে প্রতিষ্ঠা লাভ করবে। প্রেম শুভ।
শুভবার হলো বুধবার ও বৃহস্পতিবার। শুভ রং হলো সবুজ ও হালকা হলুদ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ ঘটবে। এ সপ্তাহে কোনো পরিকল্পনার স্বীকৃতি পেতে পারেন। নৈতিক সংগ্রামে জয়ী হবেন। প্রেম শুভ।
শুভবার হলো শনিবার ও মঙ্গলবার। শুভ রং হলো হালকা নীল ও লাল।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বহুমুখী প্রতিভার বিকাশ ঘটবে। হিতাকাঙ্ক্ষির সাহায্যে পারিবারিক ক্ষেত্রে শান্তি লক্ষ্য করা যায়। বহু প্রসারী পরিকল্পনা বর্জন করা উচিত। রোমান্স শুভ।
শুভবার হলো বৃহস্পতিবার ও শুক্রবার। শুভ রং হলো হালকা হলুদ ও সাদা।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আকস্মিক পরিবর্তন হতে পারে। অপরের কথায় নির্ভর করা ঠিক হবে না। নুতন সম্পদ হতে পারে। চাকরি ক্ষেত্রে মর্যাদা ও দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রেম শুভ।
শুভবার হলো রোববার ও বৃহস্পতিবার। শুভ রং হলো লাল ও হলুদ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
স্থান পরিবর্তনে শারীরিক উন্নতি নির্দেশ করে। শক্রদের কূটনৈতিক চক্রান্ত ব্যর্থ হবে। অহঙ্কার পরিত্যাগ করা উচিত। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। প্রেম শুভ।
শুভবার হলো শনিবার ও রোববার। শুভ রং হলো হালকা নীল ও লাল।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বহুল প্রসারী পরিকল্পনা বর্জন করুন। এ সপ্তাহে সাহস ও ধৈর্যের পরিচয় দিতে পারেন। দূর ভ্রমনে না যাওয়াই ভালো। আর্থিক লেনদেন শুভ। প্রেম শুভ।
শুভবার হলো সোমবার ও বুধবার। শুভ রং হলো সাদা ও সবুজ।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
গোপন শক্রতা বেড়ে যেতে পারে। সম্পত্তি লাভ বিলম্বিত হতে পারে। এ সপ্তাহে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। প্রতিভার বিকাশ ও সম্মান প্রাপ্তির নির্দেশ করে। প্রেম শুভ।
শুভবার হলো সোমবার ও মঙ্গলবার। শুভ রং হলো সাদা ও লাল।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দূর ভ্রমনে না যাওয়াই ভালো। এ সপ্তাহে সাহস ও ধৈর্য্যের পরিচয় দিতে পারেন। আর্থিক লেনদেন শুভ। নৈতিক সংগ্রামে জয়ী হবেন। প্রেম-রোমান্স শুভ।
শুভবার রোববার ও মঙ্গলবার। শুভ রং হলো হলুদ ও হালকা নীল।