প্রচ্ছদ > শিক্ষা > ই-বুক > ই-বুক : অনলাইনে বইয়ের দুনিয়া
ই-বুক : অনলাইনে বইয়ের দুনিয়া

ই-বুক : অনলাইনে বইয়ের দুনিয়া

অনলাইনে আছে বইয়ের এক বিশাল জগত। যেখান থেকে ইচ্ছেমতো বই ডাউলোড করে কিংবা অনলাইনে পড়া যায়। জেনে নিন এমন কিছু দরকারি সাইটের ঠিকানা-

বই ডাউনলোড করার কয়েকটি সাইট

http://www.ebook.gov.bd জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত বই ইন্টারনেটে পড়া এবং ডাউনলোড করা যাবে এখান থেকে।
http://www.freebanglabooks.com ফ্রি বাংলা বুকস: কম্পিউটার, ফটোগ্রাফি, বিজ্ঞান, সাহিত্য, পাঠ্যবই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে এ সাইটটিতে।
http://rashal.com বাংলা সাহিত্যের জনপ্রিয় অনেক লেখকের বই মিলবে এখানে। ইংরেজী সাহিত্যের জনপ্রিয় বই ডাউনলোডের সুযোগও আছে। ইংরেজী ভাষায় তৈরি সাইটটিতে লেখকের নামের বর্ণানুক্রমে তালিকা করা হয়েছে।
http://www.bdbook24.com শিশুতোষ বই, কার্টুন, ইসলামী বই, রান্নার বই, গোয়েন্দা কাহিনী, বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় লেখকের বইসহ বিভিন্ন ক্যাটাগরীতে সাজানো আছে বইগুলো।
http://www.allbdbooks.com বিভিন্ন ক্যাটাগরীতে সাজানো এ সাইটটিতেও পাওয়া যাবে জনপ্রিয় অনেক লেখকের বই।
http://www.amarboi.com বর্তমান এবং প্রয়াত লেখকের বই ছাড়াও ম্যাগাজিন পাওয়া যাবে এখানে।
http://ebookbd.info বিখ্যাত লেখকের বই ছাড়াও পাঠ্য বই, ওয়ার্ডপ্রেস, জুমলা, প্রভৃতি বিষয়ের ওপর লেখা বই ডাউনলোড করা যাবে এখান থেকে। ইংরেজী বইও পাওয়া যাবে এখানে।
http://www.banglakitab.com প্রচুর ইসলামী বইয়ের সংগ্রহ নিয়ে সাইটটি সাজানো হয়েছে।
http://bdstudentsupport.com বাংলাদেশের বেসরকারী ওয়েবসাইট, কম্পিউটার, বিবিএ, গণিতসহ বিভিন্ন ধরনের বই ডাউনলোড করা যাবে।
http://www.fhiredekha.com/e-books হুমায়ুন আহমেদ, জাফর ইকবালসহ জনপ্রিয় লেখকের বই ডাউনলোড করা যাবে এ সাইটটি থেকে।
http://www.banglapapers.com/books.htm বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখকবৃন্দের বই পাওয়া যাবে এখানে। ইদানিংকালের জনপ্রিয় লেখক ছাড়াও প্রয়াত লেখকদের কালজয়ী বইও পাওয়া যাবে এখানে।
http://www.banglapapers.com/books.htm বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখকবৃন্দের বই পাওয়া যাবে এখানে। ইদানিংকালের জনপ্রিয় লেখক ছাড়াও প্রয়াত লেখকদের কালজয়ী বইও পাওয়া যাবে এখানে।
http://www.rmcforum.comhttp://www.rmcforum.com/forum29.html রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম। মেডিকেল শাস্ত্র ছাড়াও সাহিত্য এবং অন্যান্য প্রসঙ্গের বই মিলবে এখানে।

 

অনলাইন বইয়ের সংগ্রহ

http://mukto-mona.com/bangla_blog/?p=2884 মুক্তমনার ই-বুক সংগ্রহ
http://www.somoy.com/Download1.htm সময় প্রকাশনীর ই-বুকের পিডিএফ ডাউনলোড করা যাবে এখান থেকে।
http://arts.bdnews24.com/?cat=34 বিডি নিউজের ই-বুক সংগ্রহ
http://pandulipimela.weebly.com এখান থেকে নাটকের পান্ডুলিপি সংগ্রহ করে যে কেউ মঞ্চায়ন করতে পারে। তবে শর্ত হল সাইট কর্তৃপক্ষকে জানাতে হবে এবং সাইটটির কথা উল্লেখ করতে হবে।
http://www.sristisukh.com/ebook অন্যান্য বইয়ের পাশাপাশি অগ্রন্থিত লেখাও পাওা যাবে এখানে। ‌
http://amitbec05.blogspot.com/2008/03/bengali-ebook.html হুমায়ুন আহমেদ, সত্যজিৎ রায়সহ জনপ্রিয় সব লেখকের বই পাওয়া যাবে এখানে।
http://www.free-bangla-books.blogspot.com বইয়ের ডাউনলোড লিংক নিয়ে আরও ব্লগ। সাড়ে বারোশ এর বেশি বইয়ের সংগ্রহ আছে এখানে।
http://www.edunews4u.com/admission চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://www.freebanglapdfdownload.blogspot.com চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://egronthagar.blogspot.com চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://www.deshiboi.com/home.php চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://freebooks.shopnobaz.com চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://bdlibrary.ucoz.com/ তিন হাজারের বেশি বাংলা বই পাওয়া যাবে এখানে।
http://sites.google.com/site/freebanglabooks চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://www.uralponkhi.com চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://www.banglabook.org চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://www.amarboi.org চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://www.boishakh.com/forum/viewforum.php?f=67 চাহিদামতো অনেক বই পাওয়া যাবে এ সাইটে।
http://www.boierdokan.com শুধু বই ডাউনলোড নয়, বিভিন্ন বই ডাউনলোড সাইটের লিংক করেছে এখানে।

 

কিছু সাইট আছে যেখানে বইয়ের ওয়েব পেজটি সেভ করে রেখে অফলাইনেও বই পড়া যায়

http://banglalibrary.evergreenbangla.com রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, লালন ফকির, সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুণ, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মহাদেব সাহা, দিব্যেন্দু পালিত, শঙ্খ ঘোষ, পূর্ণেন্দু পত্রী, হুমায়ূন আহমেদসহ জনপ্রিয় অনেক লেখকের লেখা পড়া যাবে এই সাইটটি থেকে।
http://bn.wikisource.org/wiki বাংলা সাহিত্যের কালজয়ী সব সৃষ্টিগুলোকে এক জায়গায় এনে মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করা হচ্ছ এই সাইটের মাধ্যমে। যে কেউ এটিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অবদান রাখতে পারেন।
http://www.sarat-rachanabali.nltr.org শরৎ রচনাবলী পাওয়া যাবে এ সাইটে।
http://www.rabindra-rachanabali.nltr.org রবীন্দ্র রচনাবলী পাওয়া যাবে এ সাইটে।
http://tagoreweb.in/Render রবীন্দ্র রচনাবলী পাওয়া যাবে এ সাইটে।
www.books.google.com.bd বইয়ের এক বিশাল সংগ্রহ। তবে সব বইয়ের পুরোটা পড়ার সুযোগ নেই। কপিরাইট নিয়ম মেনে কিছু বইয়ের পুরোটাই অনলাইনে দেয়া হয়েছে। আর কিছু বই প্রিভিউ এর জন্য অংশিক পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। পুরোটা পড়তে হলে পয়সা খরচ করতে হবে।
http://www.infokosh.bangladesh.gov.bd জাতীয় ই-তথ্য কোষ: দরকারী বিভিন্ন তথ্য ছাড়াও এখানকার শিক্ষা বিষয়ক লিংকে ক্লিক করে কাজের কিছু লিংক পাওয়া যাবে।

 

বিদেশি বইয়ের সম্ভার

http://worldebookfair.com ওয়ার্ল্ড ই-বুক ফেয়ার
http://www.gutenberg.org/wiki/Main_Page প্রজেক্টগুটেনবার্গ
http://manybooks.net ম্যানিবুকস
http://www.bookyards.com বুক ইয়ার্ডস
http://ebooks.adelaide.edu.au ইউনিভার্সিটি অব অ্যাডেলাইড

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*