সাইমুম সাদ :::
প্রথমবারের মতো এবারের বইমেলা বাংলা একাডেমির দেয়াল টপকে বসছে সোহরাওয়ার্দী উদ্যানেও। মেলার পরিসর বাড়ায় পাঠকরা ইচ্ছে মত ঘুরে ফিরে প্রিয় লেখকদের বই কিনতে পারছে। মেলায় বাংলা একাডেমি ৩০% কমিশনে বই বিক্রি করছে এবং অন্য প্রকাশনা প্রতিষ্ঠাগুলো ২৫% কমিশনে বই বিক্রি করছে।
সময়সূচি
১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত নয়টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।
বরাবরের মতো থাকছে অনেক কিছুই
বরাবরের মত এবারও নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকবে। তথ্য আদান-প্রদানে থাকছে তথ্যকেন্দ্র। বাংলা একাডেমি প্রাঙ্গনে সাংবাদিকদের জন্য রয়েছে মিডিয়া সেন্টার । মেলায় প্রবেশের মূল তোরণ সাজানো হয়ে রমনা কালী মন্দিরের মূল গেটে। প্রবেশপথে একাধিক আর্চওয়ে দিয়ে মেলায় প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায়
থাকবে বিভিন্ন নিরাপত্তা বাহিনী, মেলা প্রাঙ্গণে থাকবে একাধিক ক্লোজসার্কিট ক্যামেরা। বইমেলা থাকবে পলিথিন ও ধূমপানমুক্ত।
স্টল
এবার মেলায় মোট ২৯৯টি প্রতিষ্ঠানকে ৫৩৪টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ২৩২টি মূল প্রকাশনা প্রতিষ্ঠানকে ৪৩২টি ইউনিট; বাংলা একাডেমির অভ্যন্তরীণ অংশে ২৪টি শিশু-কিশোর প্রকাশনা প্রতিষ্ঠানকে ৩৩টি ইউনিট এবং সরকারি প্রতিষ্ঠান-মিডিয়া ও অন্যান্য ৪৩টি প্রতিষ্ঠানকে ৬৯টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া উন্মুক্তসহ ৫৫টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্নারে জায়গা দেয়া হয়েছে।
চত্বরের নামকরণ
অমর একুশে গ্রন্থমেলা সম্পূর্ণ প্রাঙ্গণকে ভাষা শহীদ চত্বর (সালাম, রফিক, জব্বার, বরকত ও শফিউর), রবীন্দ্র, নজরুল, আবদুল করিম সাহিত্যবিশারদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, সোমেন চন্দ, রোকেয়া, সুফিয়া কামাল, ধীরেন্দ্রনাথ দত্ত চত্বর এবং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি লাভের অন্যতম প্রস্তাবক প্রয়াত রফিকুল ইসলাম চত্বরে বিন্যস্ত করা হয়েছে।
লিটলম্যাগ আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত কবি খোন্দকার আশরাফ হোসেনের নামে নামকরণ করা হয়েছে লিটল ম্যাগাজিন কর্নার।
প্রতিদিন সেমিনার, শিশু-কিশোরদের প্রতিযোগিতা
২ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে হবে সেমিনার। শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সমকালীন প্রসঙ্গ এবং বিস্মৃতপ্রায় বিশিষ্ট বাঙালি মনীষার জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ উপলক্ষে বাংলা একাডেমি শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে।