প্রচ্ছদ > জেনে নিন > পাসপোর্ট ও ভিসার ফি এখন অনলাইনে
পাসপোর্ট ও ভিসার ফি এখন অনলাইনে

পাসপোর্ট ও ভিসার ফি এখন অনলাইনে

পাসপোর্ট ও ভিসার ফি জমা দেওয়ার জন্য হাজারো ভোগান্তির দিন বুঝি ফুরোল। এখন থেকে তা জমা দেওয়া যাবে অনলাইনে। এরই মধ্যে চালু করা হয়েছে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও যন্ত্রে পাঠযোগ্য ভিসার (এমআরভি) ফি অনলাইনে জমা দেওয়ার সুবিধা। পাঁচটি বেসরকারি ব্যাংক এই সেবা দেবে। ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের জন্য এই সেবা দিচ্ছে ব্যাংকগুলো। পর্যায়ক্রমে দেশের ৬৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই সেবা চালু করা হবে। দেশের ৬৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই সেবা চালু হলে গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকতারা। এজেন্ট ব্যাংকিয়ের মাধ্যমেও এই সেবা দেওয়া হতে পারে বলে জানান তারা।
এমআরপি ও এমআরভি ফি অনলাইনে জমা দেওয়ার লক্ষ্যে ৪ ডিসেম্বর অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) সঙ্গে আলাদা আলাদা চুক্তি করে ওই পাঁচটি ব্যাংক। এর আগে পাসপোর্ট ও ভিসা ফি জমা দিতে হতো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে। কেবল সংশ্লিষ্ট শাখায় গিয়ে এই ফি জমা দিতে হতো। এখন এই পাঁচটি বেসরকারি ব্যাংকের যে কোনো শাখা থেকে অনলাইনে ফি পরিশোধ করা যাচ্ছে।
আগারগাঁওয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মুন্সি মুঈদ ইকরাম গণমাধ্যমকে জানান, অনলাইনে ফি জমা দেওয়ার কাজটি ভালভাবেই শুরু হয়েছে। গত দুই দিনে বেশ কিছু ফি জমা পড়েছে। এই সেবা পর্যায়ক্রমে সারা দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিসে চালু করার কাজ  দ্রুত এগিয়ে চলছে।

Comments

comments

Comments are closed.