প্রচ্ছদ > জেনে নিন > ঈদে বাসের টিকিট ১৪ জুলাই থেকে
ঈদে বাসের টিকিট ১৪ জুলাই থেকে

ঈদে বাসের টিকিট ১৪ জুলাই থেকে

ঈদ উপলক্ষ্যে আগামী ১৪ জুলাই (১৫ রমজান) থেকে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের গাবতলী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. সালাউদ্দিন বলেন, ১৪ জুলাই অর্থাৎ ১৫ রমজান সকাল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে।

প্রতিবারের মতো এবারও বাড়তি ভাড়া নেওয়া হবে কি না জানতে চাইলে গণমাধ্যমকে তিনি জানান, সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেওয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। যদি কেউ বেশি ভাড়া নেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

ঈদে ট্রেনের টিকিট ২০ জুলাই থেকে

 

Comments

comments

Comments are closed.