স্মার্টফোন এখন আর বিলাসি পণ্য হিসেবে গণ্য করা হয় না। কথা বলা ছাড়াও বিচিত্র ধরনের অ্যাপ ব্যবহার করার সুযোগ থাকে স্মার্টফোনে। বিনামূল্যে ফোনকল, ভিডিও চ্যাট বা এসএমএস করার সুবিধা আপনি পেতে পারেন কিছু অ্যাপ ব্যবহার করে।
দূরদেশে আছেন আপনার কোনো বন্ধু বা আত্মীয় অথবা মা-বাবা। ইন্টারনেট অনেকভাবেই তাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব। ভিডিও চ্যাটে তাদেরকে দেখতে পারা বা কথা শুনা নিশ্চই একটু বেশিই আনন্দ দেয়। আর এই সুবিধা যদি হয় একদম ফ্রি তাহলে তো বোধ হয় সোনায় সোহাগা! আর এসব আপনার স্মার্ট ফোনের অ্যাপেই সম্ভব। এমন ৪টি অ্যাপ নিয়ে এই বিশেষ আয়োজন-
স্কাইপ (Skype)
ভিডিও চ্যাটিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় অ্যাপ হল স্কাইপ। গুগল প্লেতে গেলেই পাবেন এই অ্যাপটি। এছাড়াও স্কাইপ অ্যাপটি ব্যবহার করা যাবে আইফোন, উইন্ডোজ, নকিয়া ও ব্ল্যাকবেরি প্ল্যাটফর্মের ফোনগুলিতেও।
ডাউনলোড করে নিলে সাধারণ কিছু তথ্য দিয়ে একটি আইডি তৈরি নিতে হবে। সঙ্গে লাগবে একটি ইমেইল। ব্যাস এর পরে আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়ে যে কাউকেই ফোন দিতে পারেন এবং তাদের দেখতেও পারবেন ক্যামেরায়।
দুবাই, আমেরিকা কী জাপান সেটা কোনো বিষয় নয়। শর্ত একটাই দুই প্রান্তের দুইজনকেই ইন্টারনেটে যুক্ত থাকতে হবে। বাকিটা একদম ফ্রি! এসএমএম পাঠানোর ব্যবস্থাও আছে।
ফোনের প্রকার ভেদে কামেরা যত বেশি মেগা পিক্সেলের হবে ভিডিওর মান ততো পরিষ্কার হবে। স্মার্টফোন ছাড়াও স্কাইপ কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা যায়।
ওয়েবসাইট : www.skype.com
ভাইবার (Viber)
ভাইবার কিন্তু স্কাইপের থেকে একটু অন্যরকম! এখনও পর্যন্ত ভিডিও চ্যাটের ব্যবস্থা নেই এতে। তবে আলাদা কোনো তথ্য আপনাকে দিতে হবে না। আপনার ফোন নাম্বারটিই শুধু দিতে হবে। এরপরে আপনার নাম্বারে একটি কোড চলে আসবে। ভাইবারে কোডটি বসিয়ে দিলেই ফ্রি ফোন করা শুরু করতে পারেন বিশ্বব্যাপী।
শর্ত একটিই দুপক্ষকেই ইন্টারনেটে যুক্ত থাকতে হবে। ইন্টারনেটের গতি ভালো থাকলে কথা একেবারে ঝরঝরা শুনতে পারবেন। প্রতিবেদকের নিজেরই বেশ কয়েকবার এই অভিজ্ঞতা হয়েছে। ভাইবারও বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। ডেস্কটপ ভার্শনও আছে।
ওয়েবসাইট : www.viber.com
টাঙ্গো (Tango)
আপনার স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করে নিন। ফোনের নাম্বার, আপনার নাম ও ইমেইল ঠিকানা দিলেই ভিডিও কল করা শুরু করতে পারবেন। এই কল করতে পারবেন যে কোনো নম্বরে।
আর এসএমএম পাঠানোর ব্যবস্থাতো রয়েছেই। এই অ্যাপটিও কম্পিউটারে ব্যবহার করা যাবে। আরো তথ্য পাবেন টাঙ্গোর ওয়েবে।
ওয়েবসাইট : www2.tango.me
হোয়াটসঅ্যাপ (Whatsapp)
হোয়াটসঅ্যাপ শুধুমাত্র মেসেজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটি সম্ভবত পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ।
কিছুদিন আগে ফেইসবুক প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে প্রায় ১৯ বিলিয়ন ডলার দিয়ে! বলা হয়ে থাকে এই অ্যাপের প্রায় ৪৫০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী আছে।
ওয়েবসাইট : www.whatsapp.com