ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি৷ যেখানে একসঙ্গে পাওয়া যায় চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও মানসিক কাউন্সিলিং৷ নির্যাতিত নারীদের কল্যাণে ২০০১ সালে চালু হয়েছে ওসিসির সেবা কার্যক্রম৷ ধর্ষণ বা অন্য যে কোনোভাবে নির্যাতিত নারীদের চিকিৎসা এবং অন্যান্য সেবা দিতেই চালু করা হয়েছে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ বা ওসিসি৷ ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’-এর আওতায় ২০০১ সাল থেকে কাজ করছে ওসিসি৷
‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’-এর প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন’ জানান, ‘শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, অ্যাসিড আক্রমণ অথবা অন্য কোনোভাবে নির্যাতনের ফলে যে সমস্ত নারী এবং শিশু অসুস্থ হয়ে পড়ে তাদেরকে বিশেষ সেবা দেয়া হয় এখানে৷’
তিনি আরো জানান, প্রয়োজনীয় ওষুধ ও খাবার এখানে বিনামূল্যে সরবরাহ করা হয়৷ এছাড়াও যদি কোনো বিশেষ ওষুধের প্রয়োজন হয় যা হাসপাতালে নেই, সেগুলোও ওসিসির নিজস্ব বরাদ্দ থেকে রোগীদেরকে সরবরাহ করা হয় এখানে৷
চিকিৎসা সেবার পাশাপাশি আইনি সহায়তাও দেয়া হয় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে৷
চিকিৎসাধীন কোনো ব্যাক্তি যদি মামলা করতে চায় তাহলে ওসিসির পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হয় এবং ওসিসির নিজস্ব আইনজীবী দিয়ে মামলার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেয়া হয়৷ এছাড়া যৌন নির্যাতনের শিকার নারীদের মামলা পরিচালনার জন্য এখানে বিশেষ সহযোগিতা সেল রয়েছে৷
বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসা নারী ও শিশুদের মানসিক অবস্থার উন্নতির জন্য স্বাস্থ্য সেবা ও আইনি সহায়তার পাশাপাশি ওসিসিতে রয়েছে মানসিক কাউন্সিলিংয়ের ব্যাবস্থাও৷
২০০১ সালে ঢাকা মেডিকেল কলেজে প্রথম চালু হয় ওসিসি এর কার্যক্রম৷ পরবর্তীতে অন্যান্য বিভাগীয় মেডিকেল কলেজ এবং ফরিদপুর মেডিকেল কলেজেও ওসিসি এর কার্যক্রম শুরু হয়৷ সব মিলিয়ে বর্তমানে দেশের মোট আটটি মেডিকেল কলেজে চালু রয়েছে এই সেবা৷
বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে শুরু হয় ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’ নামক এই প্রকল্পের কাজ৷ সেই প্রকল্পের আওতায়ই কাজ করে যাচ্ছে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ বা ওসিসি৷
কৃতজ্ঞতা : আফরোজা সোমা