প্রচ্ছদ > জেনে নিন > ভোটার তালিকা হালনাগাদ শুরু
ভোটার তালিকা হালনাগাদ শুরু

ভোটার তালিকা হালনাগাদ শুরু

সোহানুর রহমান:::

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ ১২০ উপজেলায় সোমবার শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। মূলত এর মধ্য দিয়েই শেষ হবে হালনাগাদ কার্যক্রম।

২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তারা ভোটার হতে পারবেন। এছাড়া যারা পূর্বে ভোটার হতে পারেনি তারা তথ্য দিয়ে ভোটার হবেন।

নতুন ভোটার হওয়ার পাশাপাশি ভোটার স্থানান্তর, মৃতদের নাম কর্তন ও সংশোধন করা যাবে এ সময়।

ইতোমধ্যে একাধিকবার ভোটার হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ  জানান, দ্বৈত ভোটার হওয়ার প্রয়োজন নেই। এই অপরাধ করলে কঠোর শাস্তি দেয়া হবে। কারও সংশোধনের প্রয়োজন হলে নির্দিষ্ট ফরমে আবেদন করলে তথ্য সংশোধন করে দেওয়া হবে।

গতকাল রোববার নির্বাচন কমিশনে তৃতীয় ও শেষ পর্বের হালনাগাদ নিয়ে এক সংবাদ সস্মেলনে সিইসি জানান, তথ্য সংগ্রকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। ভোটারদের কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা করার। যদি কেউ তথ্য দিতে ব্যর্থ হলে পরবর্তীতে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে তথ্য দিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ রয়েছে।

দেশের নাগরিক হিসেবে ভোটার হওয়া আপনার দায়িত্ব। এক্ষেত্রে নিজ উদ্যোগে ভোটার হওয়া উচিত। প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন।

এলাকা অনুসারে নির্বাচন অফিসারের তথ্য জানতে এখানে ক্লিক করুন। Phone number of thana nirbachan officers(1)

Comments

comments

Comments are closed.