পবিত্র ঈদুল আযহার মাত্র কয়েকদিন বাকি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এসময় ধর্মপ্রাণ মুসলমানেরা প্রিয় পশু কোরবানী করে থাকেন। কোরবানীর জন্য হাটে গিয়ে পশু কেনা আবহমানকালের ঐতিহ্য। বর্তমানে শহুরে ব্যস্ত জীবনে অনেক সময় এই পরম্পরা রক্ষা করা হয়ে ওঠে না। এই বাস্তবতায় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ‘অনলাইন-গরুর হাট’।
প্রযুক্তির এই যুগে ইন্টারনেটে থাকা শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট, ই-কমার্স সাইট ও ফেসবুকভিত্তিক বেচাকেনার পেইজ থেকে কোরবানির পশু কেনা যাচ্ছে। কিছু সাইট সরাসরি পশু বিক্রি করছে আবার কিছু ওয়েবসাইটে রয়েছে কোরবানির পশু বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন দেখে ক্রেতা-বিক্রেতা যোগাযোগ করে বেচাকেনা করতে পারেন।
জনপ্রিয় শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের সাইট বিক্রয় ডটকম, ওএলএক্স, এখানেই ডটকম, ক্লিকবিডি ডটকম ও ই-কমার্স সাইট, আমার দেশ ই-শপ, এখনই ডটকমসহ আরো অনেক সাইটেই এখন কোরবানীর পশু কেনাবেচা করা যাচ্ছে। বিক্রেতারা তাদের পালিত পশুর ছবি,ওজন সহ অন্যান্য বৈশিষ্ট্য উল্লেখ করে বিজ্ঞাপন দিচ্ছেন এবং ক্রেতারা সহজেই সেখান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী পশু ক্রয়ের সুযোগ পাচ্ছেন। রয়েছে বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগের সুবিধাও। শ্রেণিবদ্ধ বা ক্লাসিফায়েড সাইটগুলোতে প্রকাশিত বিজ্ঞাপন নিরীক্ষার প্রাথমিক ব্যবস্থা থাকলেও বেচাকেনার ব্যাপারে সাইটগুলোর কোনো দায়িত্ব থাকে না। তাই ক্রেতাকে সচেতন থেকেই কেনাকাটা করতে হবে। এ ক্ষেত্রে বিশেষ করে স্বল্প সময়ের আলাপে কারও নির্ধারিত ঠিকানায় টাকা নিয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
যেসব সাইট থেকে সরাসরি কোরবানির পশু ক্রয় করতে পারবেন ::
বিক্রয় ডটকম :: http://bikroy.com/bn/farm-animals-in-bangladesh
ওএলএক্স :: http://www.olx.com.bd/bn/search/%E0%A6%97%E0%A6%B0%E0%A7%81
এখানেই ডটকম :: https://www.ekhanei.com/bn/bangladesh/farm-animals/for-sale
আমার দেশ ই-শপ :: http://amardesheshop.com/qurbani
গাবতলী গরু বাজার :: https://www.facebook.com/gabtoligorurhut