প্রচ্ছদ > জেনে নিন > ঈদের যত নাটক-টেলিফিল্ম
ঈদের যত নাটক-টেলিফিল্ম

ঈদের যত নাটক-টেলিফিল্ম

 

ঈদের দিন

এটিএন বাংলা
মন আমার [দুপুর ৩টা ০৫ মিনিট]: পরিচালনা জি এম সৈকত। অভিনয়ে আমিন খান, নওশীন, মাহমুদ সাজ্জাদ প্রমুখ।
সেই সাত দিন [বিকেল ৫টা ৩৫ মিনিট] : রচনা সাগর জাহান। পরিচালনা শফিকুল ইসলাম রিপন। অভিনয়ে ইন্তেখাব দিনার, ঈশানা, সাবেরী আলম প্রমুখ।
রাজমহলের লেখক [রাত ৭টা ৪৫ মিনিট] : রচনা গোলাম মাওলা রনি। পরিচালনা সবুর খান। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া, অহনা, আল মনসুর, তারিক স্বপন প্রমুখ।

চ্যানেল আই
আনসার আলী টাকার কুমির [১২টা ০৫ মিনিট] : রচনা হারুন চৌধুরী। পরিচালনা নাদের চৌধুরী। অভিনয়ে মামুনুর রশীদ, নাদের চৌধুরী, সোহেল খান, মীম প্রমুখ।
বিভ্রম [৭টা ৫০ মিনিট] : গল্প হুমায়ূন আহমেদ। পরিচালনা মেহের আফরোজ শাওন। অভিনয়ে রিয়াজ, সোনিয়া হোসেন, মুনমুন আহমেদ, স্বাধীন খসরু প্রমুখ।
 আত্মশুদ্ধি [৯টা ৩০ মিনিট] : রচনা ফারুক হোসেন। পরিচালনা সালাউদ্দিন লাভলু। অভিনয়ে ফজলুর রহমান বাবু, জাকিয়া বারি মম প্রমুখ।

একুশে টেলিভিশন
সেয়ানা জামাই [৪টা ০৫ মিনিট] : রচনা আকাশ রঞ্জন ও পরিচালনা সেলিম রেজা। অভিনয়ে মীর সাব্বির, নওশীন প্রমুখ।
লাড্ডু [রাত ৭টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে হাসান মাসুদ, প্রভা, সাব্বির, ডিজে সনিকা, ড. ইনামুল হক, তন্দ্রা, বিনয় ভদ্র প্রমুখ।
চাইনিজ ডিগ্রি [রাত ৯টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা জীবন শাহাদাৎ। অভিনয় শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, কচি খন্দকার, তমাল, রাখি প্রমুখ।

এনটিভি
সন্ধ্যাতারা [বেলা ২টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, দিলারা জামান, হাসান ইমাম প্রমুখ।
বুনো ফুলের ঘ্রাণ [৮টা ০৫ মিনিট] : রচনা প্রসূন রহমান। পরিচালনা লুৎফুন্নাহার মৌসুমী। অভিনয়ে শশী, শ্যামল মাওলা, সাব্বির আহমেদ, রাকা, আরফান প্রমুখ।
নিঝুম রাত্রি [১১টা ১৫ মিনিট] : রচনা মনসুর রহমান চঞ্চল। পরিচালনা শহিদুজ্জামান সেলিম। অভিনয়ে ইন্তেখাব দিনার, মৌটুশী বিশ্বাস প্রমুখ।

আরটিভি
কাব্য কথা [বেলা ১১টা ৩০ মিনিট] : রচনা বীণা আলম। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে সজল, মম প্রমুখ।
আমার স্ত্রীর আততায়ী [রাত ৯টা ১০ মিনিট] : রচনা সুস্ময় সুমন। পরিচালনা কৌশিক শংকর দাশ। অভিনয়ে আরফান নিশো, মিথিলা প্রমুখ।
ওয়ান ওয়ে [রাত ১১টা ০৫ মিনিট] : রচনা ও পরিচালনা রায়হান খান। অভিনয়ে রিয়াজ, তিশা প্রমুখ।

বাংলাভিশন
একটি ফুল একটি ভুল [দুপুর ২টা ১০ মিনিট]: রচনা ও পরিচালনা মোহন খান। অভিনয়ে রিয়াজ, সজল, ভাবনা, সারিকা প্রমুখ।
মধ্যপ্রহর [রাত ৮টা] : রচনা ও পরিচালনা তৌকীর আহমেদ। অভিনয়ে বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, নাদিয়া প্রমুখ।
আতা তোতার সংসার [রাত ১১টা ৫৫ মিনিট] : রচনা জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা শামীম জামান। অভিনয়ে জাহিদ হাসান, কুসুম সিকদার, শামীম জামান প্রমুখ।

মাছরাঙা
৭২ কাকরাইল [দুপুর ২টা ৪০ মিনিট]: রচনা লিটু সাখাওয়াত। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে রিয়াজ, তিশা, কায়েস চৌধুরী প্রমুখ।
প্রতিদিনের একদিন [রাত ৮টা ৫০ মিনিট] : রচনা দেওয়ান শামসুর রকিব। পরিচালনা কৌশিক শংকর দাশ। অভিনয়ে আফরান নিশো, শার্লিন ফারজানা, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
ইতি আমি ও বাবা [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা মুরসালিন শুভ। অভিনয়ে মোশাররফ করিম, তারিক স্বপন, সামিহা প্রমুখ।

দেশ টিভি
পুলিশ [রাত ৭টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনা ইমেল হক। অভিনয়ে সাজু খাদেম, তিশা, সুজাত শিমুল প্রমুখ।

চ্যানেল নাইন
হিয়ার মাঝে লুকিয়ে ছিলে [দুপুর ৩টা] : পরিচালনা শামীম জামান। অভিনয়ে জাহিদ হাসান, রাজু আলী, শামীম জামান প্রমুখ।
লজ্জাবতী না সূর্যমুখী [রাত ৭ট ২৫ মিনট] : পরিচালনা নুজহাত আলভী আহমেদ। অভিনয়ে সজল, মম প্রমুখ।
আগন্তুক [রাত ৯টা ৩৫ মিনিট] : রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, সাজু খাদেম, জিতু আহসান।

জিটিভি
বজ্র আঁটুনি [দুপুর ৩টা]: রচনা মোরশেদ চৌধুরী। পরিচালনা আদিত্য নজরুল। অভিনয়ে দীপা খন্দকার, ছন্দা, আরমান পারভেজ মুরাদ, লিটু আনাম প্রমুখ।
আমি তুমি এবং সে [রাত ৭টা ৩০ মিনিট] : রচনা নাজনীন হাসান চুমকি। পরিচালনা সায়েদুজ্জামান মিঠু। অভিনয়ে ইরেশ যাকের, অপর্ণা, সাঈদ বাবু প্রমুখ।
ছায়াপরী [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা হুমায়ুন সাধু। অভিনয়ে রওনক হাসান, স্বর্ণা, হুমায়ুন সাধু প্রমুখ।

এসএ টিভি
তোমায় নতুন করে পাব বলে [দুপুর ৩টা] : রচনা ও পরিচালনা কৌশিক শংকর দাশ। অভিনয়ে আফরান নিশো, ফারহানা মিলি প্রমুখ।
স্বপ্নের শুরু যেখানে [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা শিল্পী সরকার অপু। পরিচালনা নুজহাত আলভী আহমেদ। অভিনয়ে সজল, শায়না আমিন, কল্যাণ প্রমুখ।

এশিয়ান টিভি
বউ বদল [বিকেল ৪টা] : রচনা ও পরিচালনা রোমান রুনি। অভিনয়ে সজল, সুমাইয়া শিমু প্রমুখ।

 

 

ঈদের দ্বিতীয় দিন

এটিএন বাংলা
শিকার [বিকেল ৩টা ০৫ মিনিট] : রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, মম, মৌসুমী হামিদ, জনি প্রমুখ।
আমি তোমাদেরই লোক [বিকেল ৫টা ৩৫ মিনিট] : রচনা মমিনুল ইসলাম। পরিচালনা জিয়া রায়হান।
দ্য লস্ট মেমোরিজ [রাত ৭টা ৪৫ মিনিট] : রচনা মাসুম রেজা। পরিচালনা সৈয়দ আওলাদ।

চ্যানেল আই
মতিন সাহেবের চশমা [২টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে তারেক আনাম খান, সামিয়া, নাঈম প্রমুখ।
নায়িকা [৭টা ৫০ মিনিট] : গল্প রাবেয়া খাতুন। নাট্যরূপ ও পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে শাহেদ শরীফ খান, রিচি সোলায়মান, আবুল হায়াত প্রমুখ ।
গণি মিয়ার কোচিং সেন্টার [৯টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, সজল প্রমুখ।

একুশে টেলিভিশন
অবাক জোসনা [৪টা ৫ মিনিট] : রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, আব্দুল্লাহ রানা, শাহেদ শরিফ খান, সামিহা খান প্রমুখ।
নীরব ভালোবাসা [রাত ৭টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা মুনতাসির রসি। অভিনয়ে নিরব, মেহজাবিন, মিলন ভট্টাচার্য, আসিফ প্রমুখ।
কাঠঠোকরা [রাত ৯টা ২০ মিনিট] : রচনা সেলিম হোসেন। পরিচালনা ফয়সাল রাজিব। অভিনয়ে তৌকীর আহমেদ, বিন্দু, রাজিব সালেহিন প্রমুখ।

এনটিভি
পিছুটান [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা সৌরভ সেনগুপ্ত। পরিচালনা শাহরিয়ার শাকিল। অভিনয়ে আলী যাকের, অপি করিম, ইরেশ যাকের, সমরেশ মজুমদার প্রমুখ।
সে এবং সে [রাত ৮টা ০৫ মিনিট] : রচনা ও পরিচালনা আশফাক নিপুণ। অভিনয়ে তাহসান, মিথিলা, দিলারা জামান, মাসুদ আলী খান, সুমন পাটোয়ারী, নুসরাত ফারিয়া, সাফা কবির প্রমুখ।
২৯ আগস্ট দুপুর ২টা [১১টা ১৫ মিনিট] : রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে ভাবনা, লুৎফর রহমান জর্জ, মুনমুন আহমেদ, প্রণয় প্রমুখ।

আরটিভি
সোলমেট [১১টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তিশা, জন প্রমুখ।
সেলফি [রাত ৯টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে মোশাররফ করিম, নিপুণ প্রমুখ।
বেয়াদব ছেলে [রাত ১১টা ০৫ মিনিট] : পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, হাসিন প্রমুখ।

বাংলাভিশন
আজমেরি নামা [দুপুর ২টা ১০ মিনিট]: রচনা কাজী শুসমিন আফসানা। পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে বিপাশা হায়াত, আজাদ আবুল কালাম প্রমুখ।
সেই রকম পানখোর [রাত ৮টা]: রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনা মারুফ মিঠু। অভিনয়ে মোশাররফ করিম, নাদিয়া, জুঁই প্রমুখ।
দ্বিধা [রাত ১১টা ৫৫ মিনিট] : রচনা আনিসুল হক। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে রিয়াজ, মম, আগুন প্রমুখ।

মাছরাঙা
রোড ট্র্যাপ [দুপুর ২টা ৪০ মিনিট]: রচনা ওয়াহিদ ইবনে রেজা। পরিচালনা মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে হাসিন রওশন, বাপ্পী, অ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির প্রমুখ।
কৃষ্ণকলি [রাত ৭টা ৪০ মিনিট]: রচনা ও পরিচালনা আশফাক নিপুণ। অভিনয়ে খাইরুল আলম সবুজ, আফরোজা বানু, আবীর মির্জা, সাদিয়া জয়তী প্রমুখ।
থিয়েটারওয়ালা [রাত ৮টা ৫০ মিনিট] : রচনা ও পরিচালনা আশরাফ দিপু। অভিনয়ে আফরান নিশো, ফারহানা মিলি, সাবেরি আলম, আব্দুল্লাহ রানা প্রমুখ।
অন্তহীন [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ইরাজ আহমেদ। পরিচালনা মুনতাসির রিপন। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, ইন্তেখাব দিনার প্রমুখ।

দেশ টিভি
হ্যালো আব্বাজান [রাত ৭টা ৪৫ মিনিট] : রচনা মেজাবউদ্দিন সুমন। পরিচালনা আরিফ এ আহনাফ। অভিনয়ে সজল, স্বর্ণা, রহমত আলী প্রমুখ।

চ্যানেল নাইন
সড়কের নামে নাম [দুপুর ৩টা]: পরিচালনা দীপংকর দীপন। অভিনয়ে ইন্তেখাব দিনার, নাদিয়া, আহসানুল হক মিনু প্রমুখ।
অন্তর্জাল [রাত ৭টা ২৫ মিনিট] : পরিচালনা হিমেল আশরাফ। অভিনয়ে অপূর্ব, তিশা প্রমুখ।
অ্যাংগার স্টোরি [রাত ৯টা ৩৫ মিনিট] : রচনা ও পরিচালনা মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে মিথিলা, জন কবির, মাসুদ আলী খান প্রমুখ।

জিটিভি
প্রিয় ঝাউপাতা [রাত ৭টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা রেদওয়ান রনি। অভিনয়ে অতশী আমিন প্রমুখ।
সেই চোখ [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা মাতিয়া বানু শুকু। অভিনয়ে তৌকীর আহমেদ, ফারাহ রুমা প্রমুখ।

এসএ টিভি
কাল পূর্ণিমা [দুপুর ৩টা]: রচনা কাজী শহিদুল ইসলাম। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে রিয়াজ, তিশা প্রমুখ।
সম্পর্ক [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা বদরুল আনাম সৌদ। পরিচালনা সুবর্ণা মুস্তাফা। অভিনয়ে ত্রপা মজুমদার, নিশো, অর্নিশা গুহ প্রমুখ।

এশিয়ান টিভি
অধরার রোদ [বিকেল ৪টা] : পরিচালনা শাহ মোহাম্মদ আঁখি। অভিনয়ে আফরান নিশো, শখ, কাজী উজ্জ্বল প্রমুখ।

 

 

ঈদের তৃতীয় দিন

এটিএন বাংলা
বউ [বিকেল ৩টা ০৫ মিনিট]: রচনা ইস্রাফিল বাবু। পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জিতু আহসান, অহনা, স্বর্ণা ও জাহিদ হাসান।
শুধু তোমারই জন্য [বিকেল ৫টা ৩৫ মিনিট] : রচনা আশীষ রায়। পরিচালনা বাবুল আহমেদ। অভিনয়ে বাবুল আহমেদ, দিতি, সাজু খাদেম, অহনা প্রমুখ।
আলাল দুলাল পঞ্চম পত্র [রাত ৭টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনায় মীর সাব্বির। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া, মীর সাব্বির প্রমুখ।
অবজেকশন ইওর অনার [রাত ১১টা ৫০ মিনিট] : রচনা আহসান আলমগীর। পরিচালনা মুজিবুল হক খোকন। অভিনয়ে জাহিদ হাসান, মৌটুশী, সাব্বির প্রমুখ।

চ্যানেল আই
গোবর বাবু [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা হুমায়ূন আহমেদ। পরিচালনা জুয়েল রানা। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, রহমত আলী, ফারুক আহমেদ, সোহেল খান প্রমুখ।
ঢং-এর পাগল [বিকেল ৪টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা ওয়াহিদ আনাম। অভিনয়ে জাহিদ হাসান, কুসুম শিকদার, হাসান মাসুদ, শামিমা নাজনীন প্রমুখ।
কালো ঝড় [৭টা ৫০ মিনিট] : রচনা পান্থ শাহরিয়ার। পরিচালনা আরিফ খান। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, শহিদুজ্জামান সেলিম, তিশা প্রমুখ ।
শনিবারের চোর [৯টা ৩০ মিনিট] : রচনা ওমর ফারুক। পরিচালনা শামীম শাহেদ। অভিনয়ে রিয়াজ, নিপুণ, আরফান প্রমুখ।

একুশে টেলিভিশন
লাভটনিক [৪টা ০৫ মিনিট] : রচনা কামরুল হুদা। পরিচালনা আমিরুল ইসলাম শোভা। অভিনয়ে চম্পা, ডা. এজাজ, মৌরী সেলিম প্রমুখ।
ক্যামেরা অ্যাকশন কাট [৭টা ২০ মিনিট] : রচনা আরফান আহমেদ। পরিচালনা আনোয়ার হোসেন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, আরফান আহমেদ, রাশেদ মামুন অপু, আশরাফি মিঠু প্রমুখ।
ভালোবাসায় ফরমালিন [রাত ৯টা ২০ মিনিট] : রচনা জাহিদুল ইসলাম, পরিচালনা ইমাম রিপন। অভিনয়ে অহনা, শ্যামল মাওলা, জয়রাজ, কাজী উজ্জ্বল প্রমুখ।

এনটিভি
নিঃশব্দ [দুপুর ২টা ৩০ মিনিট]: রচনা বদরুল আনাম সৌদ। পরিচালনা আরিফ খান। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, মনির প্রমুখ।
মিডলক্লাস সেন্টিমেন্ট [রাত ৮টা ০৫ মিনিট] : রচনা ও পরিচালনা আদনান আল রাজীব। অভিনয়ে আশফাক নিপুণ, সোনিয়া হোসেন প্রমুখ।
এপারে আকাশ [রাত ১১টা ১৫ মিনিট] : রচনা সৈয়দ মঞ্জুরুল ইসলাম। পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে আবুল হায়াত, শর্মিলী আহমেদ, শতাব্দী ওয়াদুদ, শার্লিন, ড. ইনামুল হক প্রমুখ।

আরটিভি
২০১৪ সালের বাকের ভাই ও মুনা [বেলা ১১টা ৩০ মিনিট] : পরিচালনা নুজহাত আলভী আহমেদ। অভিনয়ে তারিন, সজল প্রমুখ।
মিস্টার পাষাণ এখন নেতা হইতে চায় [রাত ৯টা ১০ মিনিট] : রচনা ফারুক হোসেন। পরিচালনা হিমেল আশরাফ। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, অপর্ণা প্রমুখ।
হরতাল [রাত ১১টা ০৫ মিনিট] : রচনা অনিমেষ আইচ। পরিচালনা আজাদ কালাম। অভিনয়ে মোশাররফ করিম, জ্যোতিকা জ্যোতি, দীপান্বিতা, অনিমেষ আইচ প্রমুখ।

বাংলাভিশন
রাতারগুল [দুপুর ২টা ১০ মিনিট]: রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে তিশা, রওনক, মামুনুর রশীদ, উজ্জ্বল মাহমুদ প্রমুখ।
লাভ অ্যান্ড ওয়ার [রাত ৮টা] : রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তাহসান, তিশা, আলিফ প্রমুখ।
ফেয়ার গেম [রাত ১১টা ৫৫ মিনিট] : রচনা ও পরিচালনা কৌশিক শংকর দাশ। অভিনয়ে নোবেল, নাদিয়া, সুজন, শাহীন প্রমুখ।

মাছরাঙা
প্রেম ও প্রতিহিংসা [১১টা ২০ মিনিট]: রচনা শিবব্রত বর্মণ। পরিচালনা দেবাশীষ রুদ্র শর্মা। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, বাঁধন, সাজ্জাদ রেজা প্রমুখ।
অফ ফ্রেম [রাত ৮টা ৫০ মিনিট] : রচনা তামজিদ রহমান। পরিচালনা আব্দুল্লাহ আল মামুন। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ, মৌ প্রমুখ।
সোনালি রোদ্দুর [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা পান্থ শাহরিয়ার। পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে আজাদ আবুল কালাম, অপূর্ব, তানজিন তিশা, হীরা প্রমুখ।

দেশ টিভি
তীর ছিল নিয়তির হাতে [রাত ৭টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনা মাতিয়া বানু শুকু। অভিনয়ে তৌকীর আহমেদ, শার্লিন ফারজানা প্রমুখ।

চ্যানেল নাইন
স্বর্ণ কুহক [দুপুর ৩টা]: পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে রিচি সোলায়মান, প্রভা, সাব্বির আহমেদ, আব্দুল্লাহ রানা, হিন্দোল প্রমুখ।
কাঁচামরিচ ও গরম ভাত [রাত ৭টা ২৫ মিনট] : পরিচালনা মিজানুর রহমান লাবু। অভিনয়ে তারিন, কল্যাণ প্রমুখ।
দুই অংশের শেষ একটাই [রাত ৯টা ৩৫ মিনিট] : রচনা ও পরিচালনা তানিম রহমান অংশু। অভিনয়ে তৌসিফ মাহবুব, ফারিয়া, মিশু সাব্বির, আশা প্রমুখ।

জিটিভি
ইশারার অপেক্ষা [রাত ৭টা ৩০ মিনিট] : রচনা মেজবাহউদ্দিন সুমন। পরিচালনা জুয়েল শরিফ। অভিনয়ে সজল, মেহজাবিন প্রমুখ।
সফদার ডাক্তার [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা মনজুরুল হাসান মিলন। অভিনয়ে ইন্তেখাব দিনার, স্বাগতা, তমালিকা কর্মকার প্রমুখ।

এসএ টিভি
এক পায়ে নূপুর [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা মাতিয়া বানু শুকু। অভিনয়ে তৌকীর আহমেদ, ফারাহ রুমা, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।

এশিয়ান টিভি
চিলেকোঠার রোদ্দুর [বিকেল ৪টা] : পরিচালনা শরিফ খান। অভিনয়ে ঈশানা, কল্যাণ, মাজনুন মিজান প্রমুখ।

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*