কুরবানির ঈদের দিন অর্থাৎ সোমবার সকাল থেকে দুপুর পযর্ন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দুপুরের পর থেকে রাজধানী ও দেশের দক্ষিণাঞ্চলের আকাশে হালকা মেঘ ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের উত্তরাঞ্চল থাকবে মেঘমুক্ত।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার অর্থাৎ ঈদের দিন সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলিসিয়াস এবং গড় তাপামাত্রার পরিমাণ থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
ঈদের দিন ঢাকার জন্যও শুভবার্তা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকায় সকাল থেকে দুপুর পযর্ন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুরের পর থেকে হালকা মেঘ ও বৃষ্টিপাত হতে পারে। ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার সম্ভাবনা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলিসিয়াস এবং গড় তাপামাত্রার পরিমাণ থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার দিনে সারা দেশে কোথাও বৃষ্টিপাতের রেকর্ড করা হয়নি। দুপুর পযর্ন্ত সারা দেশে এই অবস্থা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার নগরীর আগারগাঁও আবহাওয়া অধিদফতরে এই বিষয়ে কথা হয় আবহাওয়াবিদ আব্দুর রহমানের সঙ্গে। তিনি জানান, ঈদের দিন সকাল থেকে দুপুর পযর্ন্ত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুরের পরে থেকে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি আরও জানান, দেশের উত্তরাঞ্চলে সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।