লাইট ইমেটিং ডায়োড (এলইডি) আবিস্কারের কারণে তিন জাপানি বিজ্ঞানী এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। অধ্যাপক ইসামু আকাসাকি ও হিরোশি আমানো নীল এলইডি’র উন্নয়ন ও শুজি নাকামুরা এটার উজ্জ্বলতার উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তার জন্য এই পুরস্কার পান।
সুইডেনে এক সংবাদ সম্মেলনে এই তিন পদার্থবিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। এই পুরস্কারের অর্থ মূল্যমান আট মিলিয়ন ক্রোনার বা সাত লাখ পাউন্ড। ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে ১৯৬ জনকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
অধ্যাপক নাকামুরা এই পুরস্কার প্রাপ্তির সংবাদে বিস্ময় প্রকাশ করে এক প্রতিক্রিয়ায় বলেন, এটা আমার কাছে অবিশ্বাস্য।
