রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০১৪ সালের জন্য রসায়নে এরিক বেটজিগ, স্টেফান ডাব্লিউ হেল ও উইলিয়াম ই মোয়েরনার এই তিন বিজ্ঞানীকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। এরিক ও মোয়েরনার যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী আর স্টেফান জার্মানির।
‘সুপার রিজলভড ফ্লুরেন্স মাইক্রোস্কপির জন্য তিন বিজ্ঞানীকে এ পুরস্কার দেওয়া হলো। মজার ব্যাপার আলো জ্বালানোয় বিশেষ অবদানের জন্য গতকাল পদার্থ বিজ্ঞানে তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়া হয়। আজ রসায়েনে যে তিন বিজ্ঞানীকে পুরস্কৃত করা হলো তাঁদের কৃতিত্বও আলোর সঙ্গে যুক্ত। ক্ষুদ্র আনুবিক্ষণিক যন্ত্রের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য এদের পুরস্কার দেওয়া হলো। দীর্ঘদিন ধরে অপটিক্যাল মাইক্রোস্কপির যে ক্ষমতা ছিল তাতে আলোকতরঙ্গের অর্ধেকই প্রতিভাত হতো। ফ্লুরোসেন্স মলিকিউলের সাহায্যে তিন বিজ্ঞানী এর সক্ষমতা বাড়িয়েছেন।
গতকাল পদার্থবিজ্ঞানে অবদানের জন্য পুরস্কৃত হন তিন বিজ্ঞানী। স্মার্টফোনের কল্যাণে যে আলো ঘোরে মানুষের পকেটে-পকেটে, যে আলো কাজে লাগে কম্পিউটারের পর্দায় কিংবা টিভির পর্দায় ছবি ফোটাতে, তা উৎপাদনের কৌশল আবিষ্কার করেছিলেন পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ী তিন বিজ্ঞানী- ইসামু আকাসাকি (৮৫), হিরোশি আমানো (৬০) এবং সুজি নাকামুরা (৬৪)। আলোর দুনিয়ায় বিপ্লব আনার জন্য এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন এই ত্রয়ী।
