প্রচ্ছদ > জেনে নিন > সাঁতার শিখবেন?
সাঁতার শিখবেন?

সাঁতার শিখবেন?

যারা শহরে থাকেন, বিশেষ করে ঢাকায়, তাদের সাঁতার শেখার একমাত্র অবলম্বন সুইমিংপুল। সাঁতার শেখার জন্য ঢাকায় এবং ঢাকার বাইরে আছে অনেক ইনস্টিটিউট। এখানে উল্লেখখযোগ্য কয়েকটির নাম ও ঠিকানা দেওয়া হলো। কাছাকাছি যেকোনো একটিতে ভর্তি হয়ে শুরু করে দিতে পারেন সাঁতারের ছলাকলা! বিস্তারিত জানাচ্ছেন আরাফাত রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল
এটি কার্জন হলের উল্টো দিকে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থিত। এখানে ভর্তি হলে প্রথম মাসে দিতে হবে ২ হাজার টাকা। পরের মাসে ১ হাজার টাকা। সপ্তাহে চার দিন করে মাসে ১৬ দিন সাঁতার কাটতে পারবেন এখানকার পুলে। আর সাঁতার শেখানো হয় ৩ মাস এবং ৬ মাস মেয়াদে।
ফোন : ৯৬৬১৯০০, ০১৭১৯৮৭৮৯৪৮, ৯৬৬১৯০০-৫৯।

রতন হেলথ ক্লাব, গুলশান
এখানে ভর্তি হতে লাগবে ৫০০ টাকা। তা ছাড়া মাসে দিতে হবে ২ হাজার ৫০০ টাকা। শুক্রবার ছাড়া যেকোনো দিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন।
ঠিকানা : বাড়ি ২/সি, রোড-২৯, গুলশান-১, ঢাকা-১২১২
ফোন : ৮৮২৮৮৫৪।

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, গুলশান
যাদের সাঁতার জানা আছে তারা এখানে ২ হাজার টাকায়, আর যাদের জানা নেই তারা ২ হাজার ৫০০ টাকায় সাঁতার কাটতে পারবেন মাসব্যাপী।
যোগাযোগ : বাড়ি-১৪/ই, রোড-৯, গুলশান-১, ঢাকা।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স
ধানমণ্ডিতে অবস্থিত এই ক্রীড়া কমপ্লেক্সে ভর্তি হতে প্রথম মাসে লাগবে ২ হাজার টাকা। আর দ্বিতীয় মাস থেকে দিতে হবে ১ হাজার ৫০০ টাকা করে। এটি শুক্রবার ছাড়া বাকি দিনগুলোয় খোলা থাকে।

জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর-২
ভর্তির জন্য প্রথম মাসে লাগবে ২ হাজার টাকা। পরের মাসে ১ হাজার ৬০০ টাকা। রবি ও সোমবার বাদে পাঁচ দিন এক ঘণ্টা করে ক্লাস।
ফোন : ৯০০১২৭২, ৮০১৫১৪১, ৮০১৫০৪১।

ঢাকা স্টেডিয়াম সুইমিংপুল
ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় মাস থেকে ১ হাজার ২০০ টাকা। মঙ্গল ও বুধবার ছাড়া বাকি পাঁচ দিন খোলা।
যোগাযোগ : ঢাকা স্টেডিয়াম সুইমিংপুল, পল্টন, ঢাকা।
ফোন : ০১৭১২৬০৪৯৫২।

রূপসী বাংলা হোটেল সুইমিংপুল
শাহবাগে অবস্থিত এই পাঁচতারা হোটেলের সুইমিংপুলে সাঁতার শিখতে খরচ হবে ১৮ হাজার টাকা। সপ্তাহে পাঁচ দিন ক্লাস। ২০টি ক্লাসেই তারা সাঁতার শিখিয়ে দেবে আপনাকে।
ফোন : ৮৩৩০০০১।

সোনারগাঁও হোটেল সুইমিংপুল
এই পাঁচতারকা হোটেলের সুইমিংপুলে প্রতি মাসের প্রথম শুক্রবার শুরু হয় নতুন কোর্স। ভর্তি ফি ১৮ হাজার টাকা। সপ্তাহে চারটি করে মোট ১৬টি ক্লাসে সাঁতার শেখানো হয়। ফোন : ৮১৪০৪০১।

অফিসার্স ক্লাব সুইমিংপুল
বেইলি রোডে অবস্থিত এ ক্লাবে প্রতি মাসের ৫ তারিখ থেকে শুরু হয় নতুন কোর্স। চলে বুধবার ছাড়া টানা ১৬ দিন। ফি ৩ হাজার টাকা।
ফোন : ০১৯১৩৮৫৫১৮১, ৯৩৪৬৬৭৭।
সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স
এখানে আপনি মাসে মাসে ২ হাজার ৫০০ টাকায় সাঁতার কাটতে পারবেন। মেয়েদের জন্য আছে আলাদা ব্যবস্থা।
ঠিকানা : মিরপুর, ঢাকা।
ফোন : ০১৭১১৪৫৮৮১৬।

হোটেল ওয়েস্টিন সুইমিংপুল, ঢাকা
এখানে সাঁতার শিখতে আপনার খরচ পড়বে ২০ হাজার টাকা।
ঠিকানা : গুলশান-২, ঢাকা।

ম্যানপাওয়ার সুইমিংপুল
তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
ফোন : ০২৮৮২২৬১।

বাংলাদেশ সুইমিং ফেডারেশন
ঢাকায় অবস্থিত এই সুইমিং ফেডারেশনের

ফোন নম্বর : ৯০০১২৭২।

হোটেল আগ্রাবাদ সুইমিংপুল, চট্টগ্রাম
এখানে ৪৫ থেকে ৬০ দিনের জন্য ভর্তি হওয়া যায়। ফি ৬ হাজার টাকা। আর ৩৫ হাজার টাকা দিয়ে এক বছরের সদস্য হয়েও সাঁতার কাটতে পারবেন।
ফোন : ০৩১ ৭১৩৩১১, ০১৮৪১২২৯৯২১।

দ্য পেনিনসুলা চিটাগাং, জিইসি, চট্টগ্রাম
এখানে সাঁতার শেখা না গেলেও কাটা যায় আয়েশ করে। প্রতিবার সাঁতার কাটতে জনপ্রতি গুনতে হবে ৬০০ টাকা। আর তিনজনের একটা দল নিয়ে হাজির হলে দিতে হবে ১ হাজার ২০০ টাকা।
ফোন : ০৩১ ২৮৫০৮৬০-৯।

আশরাফি সুইমিংপুল অ্যান্ড ফিটনেস
ঠিকানা : সি-১১-১৩ বনশ্রী, রামপুরা, ঢাকা।
ফোন : ৭২৮৬৩০৮।

ম্যানপাওয়ার লিমিটেড
ঠিকানা : ৪১৬/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
ফোন : ৮৮২২২৬১-৬৩।

মোশারফ সুইমিং সেন্টার
ঠিকানা : বায়তুল মোকাররম পূর্ব গেট, পল্টন, ঢাকা।
ফোন : ৯৫৬৭৭১৪।
বর্ডার গার্ড বাংলাদেশ সুইমিং কমপ্লেক্স
ঠিকানা : সীমান্ত স্কয়ার [প্রাক্তন রাইফেল স্কয়ার], ঢাকা।
আইভি রহমান সুইমিং কমপ্লেক্স
ঠিকানা : পুরানা পল্টন, ঢাকা।

এ ছাড়াও আপনি চোখ-কান খোলা রেখে আশপাশে খোঁজ নিলে পেয়ে যাবেন সাঁতার শেখার অনেক প্রতিষ্ঠান। আর বসে থাকা নয়; বরং নেমে পড়ূন পুলের নীল জলে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*