প্রচ্ছদ > ভর্তি বিজ্ঞপ্তি > পবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু ১ই সেপ্টেম্বর
পবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু ১ই সেপ্টেম্বর

পবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু ১ই সেপ্টেম্বর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামি ৫ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের মেয়াদ ১ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ই নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শামসুদ্দীন এর সভাপতিত্বে ভর্তি কার্যক্রম বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় রেজিস্ট্রার মো. নওয়াব আলীসহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ৭টি অনুষদকে ৩টি ইউনিটে বিভক্ত করে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট www.pstu.ac.bd এর মাধ্যমে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

Comments

comments

Comments are closed.