কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচী ঘোষণা করা হয়েছে।
১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার হলে সকল প্রকার ইলেক্ট্রিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১৭টি বিভাগে ১১০টি আসন বাড়ানো হয়েছে। মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫১,১৪১ জন প্রতিযোগী। প্রতি আসনের বিপরীতে ৫৬ জন প্রতিযোগী ভর্তি পরীক্ষায় লড়বেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) এ জানা যাবে।