প্রচ্ছদ > কেনাকাটা > বাজারদর > টেলিভিশন বিক্রিতে চলছে মূল্যছাড় ও উপহার
টেলিভিশন বিক্রিতে চলছে মূল্যছাড় ও উপহার

টেলিভিশন বিক্রিতে চলছে মূল্যছাড় ও উপহার

বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনের দোকানগুলো ব্রাজিল বিশ্বকাপ উৎসবে মেতেছে। চলছে মূল্যহ্রাস। পাশাপাশি রয়েছে উপহার।

সিঙ্গার
এই ব্র্যান্ডের এলইডি টিভি কিনলেই ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ডিসকাউন্ট। কুপন ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন হুয়াওয়ে’র স্মার্টফোন। এছাড়াও প্রতিটি এলইডি টিভির সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে প্রিয় দলের জার্সি।
সাধারণ টিভিতে স্ক্র্যাচ কার্ডে শতভাগ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। তবে এই আয়োজন ১৩ জুলাই ২০১৪ পর্যন্ত চলবে।

ওয়াল্টন
ওয়াল্টন বিশ্বকাপ উপলক্ষে প্রতিটি টিভির সঙ্গে দিচ্ছে একটি পোলো টি-শার্ট।

স্যামসাং
বর্তমানে স্যামসাংয়ে চলছে ‘ওয়ার্ল্ড হলিডে ট্যুর’ অফার। স্যামসাং 23F4003 মডেলের টিভি ছাড়া ২০১৪ সালের যেকোনো মডেলের টিভি কিনলেই পাওয়া যাবে নিশ্চিত উপহার।
নিশ্চিত উপহারের মধ্যে আছে সর্বনিম্ন ১ হাজার টাকার ডিসকাউন্টসহ টি-শার্ট। এছাড়াও স্ক্র্যাচ কার্ডে রয়েছে শতভাগ ক্যাশব্যাকের সুযোগ।
সেইসঙ্গে স্ক্র্যাচ করে কুপন জমা দিয়ে Galaxy Grand 2 জিতে নেওয়ার সুযোগসহ মেগা প্রাইজ হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের যে কোনোটিতে সপরিবারের চারজনকে নিয়ে ঘুরে আসার সুযোগ রয়েছে।
তবে অফারটি শুধু ট্রান্সকম ডিজিটাল, সিঙ্গার ও ইলেক্ট্রা শো-রুম থেকে কেনা স্যামসাং টিভির জন্য প্রযোজ্য।
এসব শোরুমে মডেল ভেদে ৩৯ হাজার ৯শ’ থেকে শুরু করে ৫ লাখ ২৫ হাজার টাকার স্যামসাং টিভি পাওয়া যাবে।
আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজ বা ওয়েবসাইট।

সনি র‌্যাংগস
বিশ্বকাপ উপলক্ষে সনি র‌্যাংগসের সাধারণ এবং এলইডি টিভি কিনলেই রয়েছে র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা। থাকছে মোট ৫০টি আকর্ষনীয় পুরষ্কার।
র‌্যাংগসের ৭ হাজার ৮শ’ টাকার ১৪ ইঞ্চি টিভির সঙ্গে ২ হাজার ২৫০ টাকায় কিনতে পারবেন ডিভিডি প্লেয়ার।
১১ হাজার ৭শ’ টাকার ২১ ইঞ্চি টিভির সঙ্গে ১ হাজার ৫শ’ টাকায় কিনতে পরবেন ডিভিডি প্লেয়ার।
সনি রঙিন ম্যাট্রিক্স সমৃদ্ধ র‌্যাংগসের ৩৪ ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে ২১ হাজার ৯শ’ টাকায়।
অন্যদিকে র‌্যাংগসের ১৯ ইঞ্চি এলইডি টিভির সঙ্গে বিনামূল্যে পাবেন ওয়াল হ্যাং ও র‌্যাংগস ডিভিডি প্লেয়ারে বান্ডল অফার। ১৯ ইঞ্চি ছাড়াও র‌্যাগসে ২২, ২৪, ৩২, ৩৭ ও ৪০ ইঞ্চির এলইডি টিভি পাওয়া যাবে।
সনি তাদের প্রতিটি ব্রাভিয়া টিভির মডেলের সঙ্গে বিনামূল্যে উপহার দিচ্ছে। এ সম্পর্কে আরও জানতে তাদের ওয়েবসাইট বা ফেইসবুক পেইজ ভিজিট করার অনুরোধ জানিয়েছেন সনি র‌্যাংগসের মিরপুরের শামীম সরণি শাখার ব্যবস্থাপক।

এলজি
তাদের প্রতিটি টিভির সঙ্গে রয়েছে লয়্যালিটি বোনাস। এ ছাড়াও টিভি কিনলে সাউন্ড সিস্টেমের উপর রয়েছে ৫০ শতাংশ ছাড়।
শুধু সাউন্ড সিস্টেম কিনলে ছাড় রয়েছে ২৫ শতাংশ। টিভির সঙ্গে থাকছে প্রিয় দলের জার্সি।

Comments

comments

Comments are closed.