প্রচ্ছদ > কেনাকাটা > বাজারদর > স্মারকে বিশ্বকাপ, বিশ্বকাপের স্মারক
স্মারকে বিশ্বকাপ, বিশ্বকাপের স্মারক

স্মারকে বিশ্বকাপ, বিশ্বকাপের স্মারক

চলছে বিশ্বকাপ। রাত জেগে খেলা দেখছেন ফুটবলপ্রেমীরা। দিনের বেলা বাইরে যাওয়ার সময়ও পোশাকে থাকছে প্রিয় দলের ছোঁয়া। আর বাড়ির ছাদে ঝুলছে প্রিয় দলের পতাকা।  বিশ্বকাপ শেষ হলেই মিলিয়ে যাবে ফুটবলের প্রতি ভালোবাসা? নিশ্চয়ই নয়। ফুটবলের সবচেয়ে বড় এ আসরের রেশ রয়ে যাবে ফুটবলপ্রেমীদের মনে। অনেকেই চাইবেন, বিশ্বকাপের কিছু স্মারক রেখে দিতে, যেগুলো দেখলে মনে পড়তে যাবে বিশ্বকাপের দারুণ সময়টার কথা।

 
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পাওয়া গেল তেমনই সব স্মারকের খোঁজ। প্রিয় দলের পতাকা আঁকা মগ কিনছেন অনেকেই। অনেকে আবার হাতে পরছেন রিস্টব্যান্ড, যেটি দেখেই সবাই বুঝতে পারবে তিনি কোন দলের সমর্থক। প্রিয় তারকার নাম লেখা রিস্টব্যান্ডও পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও শিশুদের জন্য আছে একধরনের মজার রিস্টব্যান্ড, যেটি এমনিতে দেখতে স্কেলের মতো, তবে হাতে জড়ালেই হয়ে যাবে রিস্টব্যান্ড। কেউ কেউ আবার কিনছেন ঘড়ি, যার ডায়ালে আঁকা রয়েছে পতাকা।
World cup Sharok-2বাসার ছাদের পাশাপাশি অনেকে পতাকা লাগান গাড়িতে। গাড়িতে ঝোলানো যাবে, এমন কিছু স্মারকও পাওয়া যাচ্ছে। ঘরে সাজিয়ে রাখার মতো স্মারকের মধ্যে বিশ্বকাপের ট্রফি আর মাসকটের রেপ্লিকার কথা বলতেই হয়। আবার কেউ হয়তো এ মৌসুমে একটি ফুটবল কিনছেন, তিনি চাইলে বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা রঙিন কোনো ফুটবলও কিনতে পারেন।
আরও আছে চাবির রিং। এসব রিং কেউ চাবি রাখতে ব্যবহার করছেন, আবার কেউ লাগিয়ে রাখছেন ব্যাগের চেWorld cup Sharok-1ইনের সঙ্গে। বিশ্বকাপের থিম সং এবং ফুটবল নিয়ে বিভিন্ন গানের সিডিও কিনতে পারেন। প্রিয় দলের খেলোয়াড়দের পোস্টারও কিনছেন অনেকে।
ফুটবল খেলোয়াড়েরা মাথায় ক্যাপ পরে খেলতে নামেন না ঠিকই, তবে আপনি যদি ক্যাপ পরতে পছন্দ করেন, তাহলে কিনে নিতে পারেন এমন একটি ক্যাপ, যাতে লেখা থাকবে আপনার প্রিয় ফুটবল দলের নাম।

কোথায় পাবেন
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, সীমান্ত স্কোয়ারসহ বিভিন্ন শপিং সেন্টারে পাবেন স্মারকের খোঁজ। এ ছাড়া নিউমার্কেটে পাবেন শিশুদের মজার রিস্টব্যান্ডসহ অন্যান্য স্মারক।
আবার চাইলে ইন্টারনেটের মাধ্যমেও কিনতে পারেন বিশ্বকাপের স্মারক, সে ক্ষেত্রে ঘরে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের স্মারকটি। রকমারি ডট কম, আজকেরডিল—এ রকম ওয়েবসাইটগুলোতে পাবেন নানা স্মারক।

দরদাম
প্রিয় দলের পতাকা আঁকা মগের দাম পড়বে ৩০০-৩৫০ টাকা। রিস্টব্যান্ড পাবেন ৩০-১৫০ টাকার মধ্যেই। ঘড়ির দাম পড়বে ৩০০-৪৫০ টাকা। চাবির রিংয়ের দাম পড়বে ৬০-২০০ টাকা। বিভিন্ন ধরনের রেপ্লিকা পাবেন এক হাজার ২০০ টাকার মধ্যে। আর ফুটবল পাবেন এক হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে।

Comments

comments

Comments are closed.