প্রচ্ছদ > ক্যারিয়ার > চাকরির খবর > ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি

 

এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪ জন, শিক্ষা ক্যাডারে ৮২৯ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩৫ জনকে নিয়োগ দেয়া হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে। পরের এক মাস অর্থাৎ ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন চাকরি প্রত্যাশীরা।

এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নম্বর ১০০ বাড়িয়ে ২০০ করা হয়েছে, পরীক্ষার সময়ও বাড়ানো হয়েছে এক ঘণ্টা।

এতদিন এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টায় ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হতো। সম্প্রতি বিধিমালা সংশোধন করে প্রিলিমিনারি পরীক্ষার সময় ও নম্বর বাড়ানো হয়।

নতুন নিয়মে বিসিএসের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষায় পাস নম্বর আগের মতোই ৫০ শতাংশ রয়েছে।

এবার লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে প্রার্থী কোনো নম্বর পাননি বলে গণ্য হবে; আগে যা ছিল ২৫ শতাংশ নম্বর।

বিসিএসের আবেদন ফরমের দাম ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে।

 

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি

 

Comments

comments

Comments are closed.