৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়ের আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত দিনগুলোতে দুটি করে পরীক্ষা হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর ১টা এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত বিকালের পরীক্ষা হবে।
প্রথম দিন সকালে ইংরেজি প্রথম ও বিকালে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ২৫ মার্চ সকালে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং বিকালে আন্তর্জাতিক বিষয়াবলীর পরীক্ষা রয়েছে। ২৭ মার্চ সকালে বাংলাদেশ বিষয়াবলী প্রথমপত্র ও বিকালে দ্বিতীয়পত্র, ৩০ মার্চ সকালে বাংলা প্রথমপত্র, বিকালে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা নির্ধারিত রয়েছে। সূচি অনুযায়ী ৩১ মার্চ সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
বিসিএস পরীক্ষার সিট প্লান পাবেন নিচের লিংকে
http://infopedia.com.bd/wp-content/uploads/2014/03/34-BCS-Seat-Plan.pdf
৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার সিট প্লান (পিডিএফ)
পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) গিয়েও নামাতে পারবেন সিট প্লান।