প্রচ্ছদ > ক্যারিয়ার > চাকরির বাজার > ৩৩তম বিসিএসে ১৩০ প্রার্থীর স্থগিত ফল প্রকাশ
৩৩তম বিসিএসে ১৩০ প্রার্থীর স্থগিত ফল প্রকাশ

৩৩তম বিসিএসে ১৩০ প্রার্থীর স্থগিত ফল প্রকাশ

৩৩তম বিসিএসের স্থগিত হয়ে থাকা ১৩০ জন প্রার্থীর ক্যাডার ভিত্তিক সাময়িকভাবে সুপারিশসহ ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
আজ বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৩৩তম বিসিএসের স্থগিত হওয়া ১৩০ প্রার্থীর ফল ক্যাডার ভিত্তিতে  সাময়িকভাবে সুপারিশসহ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_general_0417161134.pdf) পাওয়া যাবে।

Comments

comments

Comments are closed.