চাকরির খোঁজ অনলাইনে

চাকরির খোঁজ অনলাইনে

চাকরির খোঁজ জানতে এখন আর প্রতিষ্ঠানের দোরগোড়ায় ঢুঁ মারতে হয় না। ঘরে বসে অনলাইনেই মেলে দরকারি সব তথ্য। বিভিন্ন খাতের সব চাকরির বিজ্ঞপ্তি তো বটেই, আবেদনের উপায়, ক্যারিয়ার কাউন্সেলিংসহ নানা সেবা দিয়ে যাচ্ছে অনলাইনে চাকরি খোঁজার বিভিন্ন সাইট

কিছুদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন শাহাদাত হোসেন। খুঁজছেন চাকরি। নিয়মিত ঢুঁ মারেন চাকরির খোঁজে বিভিন্ন সাইটে। পাওয়া যায় চাহিদামতো চাকরির খবর। কোথায় চাকরি, আবেদনপ্রক্রিয়া কী, বেতন কত, চাকরিসংক্রান্ত সব ধরনের তথ্যই পাওয়া যায়। এতে যেমন সময় বাঁচে, তেমনি ঝুটঝামেলাও পোহাতে হয় কম। শুধু চাকরির খবরই নয়, কিভাবে কাটানো যায় জড়তা, ইন্টারভিউয়ে ভালো করার কৌশল, জীবনবৃত্তান্ত আকর্ষণীয় করে তৈরির উপায়সহ নানা বিষয়ে ধারণা পাওয়া যায় সাইটগুলো থেকে।

কোথায় ঢুঁ মারবেন
প্রতিষ্ঠিত প্রায় সব প্রতিষ্ঠানই পত্রিকার পাশাপাশি অনলাইন জব সাইটে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করে থাকে। চাকরির খোঁজ পেতে হলে অনলাইনে চাকরি খোঁজার ওয়েবসাইটে ঢুকতে হবে। পেশা বা ক্ষেত্রভেদে কোন সাইটটি আপনার জন্য বেশি কার্যকর, জানতে সাইটগুলো সামান্য ঘাঁটাঘাঁটি করলেই পাওয়া যাবে ধারণা। ঘরে বসে অনলাইনেই চাকরির আবেদন করা যায়। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরই নিজস্ব ওয়েবসাইট আছে। সেখানেও তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তাই বড় প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে মাঝেমধ্যেই দেখা উচিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না।
দিতে পারেন এসএমএস
নির্দিষ্ট অঞ্চলের চাকরির খোঁজ দেওয়ার সেবা চালু আছে। অনেক প্রতিষ্ঠান প্রার্থীর কাঙ্ক্ষিত চাকরির তথ্য ই-মেইল বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়। এ ক্ষেত্রে গুনতে হয় একটি নির্দিষ্ট পরিমাণ ফি। বিভিন্ন খাতের চাকরির খবর প্রতিদিনই ওয়েবসাইটগুলোতে দেওয়া হয়। তাই নিয়মিত সাইটে ঢুকতে হবে। এতে প্রার্থীদের চাকরির বাজার সম্পর্কে ধারণাও তৈরি হয়। চাকরি খোঁজার সাইট বিডিজবসডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, ‘অনলাইনে আবেদন-প্রক্রিয়া সহজ। এতে সময় এবং অর্থ দুটোই বাঁচে। যাঁদের নেট সংযোগ নেই, তাঁরা মুঠোফোনে এসএমএস পাঠিয়ে আমাদের সেবা নিচ্ছেন। এর জন্য প্রার্থীকে নির্দেশনা মেনে মুঠোফোন থেকে এসএমএস পাঠিয়ে নিবন্ধন করতে হয়। এ সেবা পেতে দিতে হয় মাসিক চার্জ। প্রতিদিন প্রায় এক লাখ ভিজিটর আসেন আমাদের সাইটে। সাত হাজারের ওপর প্রতিষ্ঠান দেয় চাকরির বিজ্ঞাপন। ইন্টারনেট সংযোগ সহজলভ্য নয়, এমন জায়গায়ও সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে বাংলায় তথ্য দেওয়ার জন্যও কাজ করা হচ্ছে।’

সাইটে থাকুক আপনার সিভি
ইন্টারনেটে বিভিন্ন চাকরির ওয়েবসাইটে ঢুকে নিজের জীবনবৃত্তান্ত জমা রাখা যায়। এই জীবনবৃত্তান্ত দেখেই অনেক প্রতিষ্ঠান সাক্ষাৎকারের জন্য ডাকে। একজন চাকরিপ্রার্থী যতই দক্ষ বা যোগ্য হোক না কেন, তার জীবনবৃত্তান্ত যদি খুব সাধারণ মানের হয়, তাহলে প্রাথমিক ধাপেই রয়েছে বাদ পড়ার আশঙ্কা। তাই আকর্ষণীয় করে তৈরি করতে হবে ভার্চুয়াল জীবনবৃত্তান্ত। জীবনবৃত্তান্তে সব সঠিক তথ্য দিতে হবে। উল্লেখ করতে হবে নিজের অর্জন, অভিজ্ঞতার কথা। জীবনবৃত্তান্ত দেখে প্রার্থী সম্পর্কে চাকরিদাতা প্রতিষ্ঠানের যেন ইতিবাচক ধারণা তৈরি হয়, খেয়াল রাখতে হবে সেদিকে।

চাকরির কিছু ওয়েবসাইট
চাকরির তথ্য দেওয়ার জন্য আমাদের দেশে রয়েছে বেশ কিছু স্বতন্ত্র প্রতিষ্ঠান। প্রায় প্রতিদিনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর পাওয়া যায় এসব প্রতিষ্ঠানের সাইটে। জেনে নিন কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা- www.bdjobs.com, www.jobsa1.com, www.prothom alojobs.com, www.jobsbd.com, www.alljobsbd.com,
www.deshijob.com, www.bdgateway.org, www.jobsbangladesh.com
দেশে বসেই বিদেশে চাকরি
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর বিভিন্ন বিষয়ে দক্ষ পেশাজীবীদের নিয়োগ দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের চাকরির খোঁজ মিলবে বেশ কিছু ওয়েবসাইটে।
জেনে নিন কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা- www.monster.com, www.jobstreet.com,
www.gulftalent.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*