ফেইসবুক ভিত্তিক গ্রুপ “চাকরি খুঁজব না চাকরি দেব” এর উদ্যোগে এবং অপটিমা এইচ আর সলুশনস এর সহযোগীতায় তরুণ উদ্যোক্তাদের নেতৃত্ব ও দল গঠন সম্পর্কে ধারণা দিতে আগামী ০৮ নভেম্বর ২০১৪, শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত টিম বিল্ডিং অ্যান্ড লিডারশিপ স্কিলস ফর বিজনেস শীর্ষক কর্মশালা রাজধানীর পলাশী মোড়স্থ ফ্রেপড মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উদ্যোক্তা বা উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা শিক্ষার্থীরা ভেন্যুতে এসে ১৫০ টাকা দিয়ে নিবন্ধন করে কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।
কিভাবে একটা দলকে পরিচালনা করে সেখান থেকে সর্বোচ্চ আউটপুট বের করে আনা যায়, কিভাবে সুপারভাইজিং স্কিল ব্যবহার করে একটি কাজকে নির্দিষ্ট সময়ের ভেতরে কাজগুলোকে করিয়ে নেয়া যায়, কিভাবে নিজের নেতৃত্ব বিকশিত করার মাধ্যমে অন্যদের প্রভাবিত করা এবং প্রতিষ্ঠানের উন্নতি ঘটানো যায় – এসব বিষয় নিয়েই আলোচনা করা হবে কর্মশালায়। পাশাপাশি থাকবে বেসিক অ্যাকাউন্টিং ফর স্টার্টআপ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং উন্মুক্ত আলোচনা।
বিস্তারিত জানা যাবে http://on.fb.me/10qv2oN এই লিংকে অথবা আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন ০১৭৭০ ২৯৫১৬৮ এই নাম্বারে।