প্রচ্ছদ > ক্যারিয়ার > পরীক্ষার প্রস্তুতি > বিসিএস প্রস্তুতি : সাধারণ জ্ঞান
বিসিএস প্রস্তুতি : সাধারণ জ্ঞান

বিসিএস প্রস্তুতি : সাধারণ জ্ঞান

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্যে ধারাবাহিকভাবে লিখা প্রকাশিত হবে। প্রকাশিত হলো তৃতীয় পর্ব-

প্রশ্নঃ সিঙ্গাপুরে ভোটাধিকার প্রয়োগের বয়স –
উত্তরঃ ২১ বছর।
প্রশ্নঃ  লাইন অব কন্ট্রোল কী?
উত্তরঃ ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা।
প্রশ্নঃ নরওয়ের পার্লামেন্টের নাম –
উত্তরঃ স্টরটিং।
প্রশ্নঃ প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় –
উত্তরঃ ওসাকাকে (জাপান)।

প্রশ্নঃ  কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
উত্তরঃ  অস্ট্রেলিয়া।
প্রশ্নঃ  ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান?
উত্তরঃ  শাসনতান্ত্রিক রাজতন্ত্র।
প্রশ্নঃ  আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় –
উত্তরঃ  ১৯৭৩ সালে।
প্রশ্নঃ  দূরপ্রাচ্যের দেশ কোনটি?
উত্তরঃ  মঙ্গোলিয়া।
প্রশ্নঃ  ‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
উত্তরঃ  নাগাসাকিতে।
প্রশ্নঃ  অং সান সু চি’র রাজনৈতিক দলের নাম কী?
উত্তরঃ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি।
প্রশ্নঃ  কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
উত্তরঃ  থাইল্যান্ড।
প্রশ্নঃ  লাওসের রাজধানীর নাম কী?
উত্তরঃ  ভিয়েনতিয়েন।
প্রশ্নঃ  পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?
উত্তরঃ  জেরিকো।
প্রশ্নঃ  দক্ষিণ ওসেটিয়া কোথায়?
উত্তরঃ  ককেশাসে।
প্রশ্নঃ  মিসর কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ  আফ্রিকা মহাদেশে।
প্রশ্নঃ  রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?
উত্তরঃ  অগাস্টাস সিজার
প্রশ্নঃ  কোন আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান ছিল?
উত্তরঃ  রোমান আইনের
প্রশ্নঃ  সবচেয়ে বেশি লিথিয়াম মজুদ রয়েছে –
উত্তরঃ  বলিভিয়ায়।
প্রশ্নঃ  পৃথিবীর বহুল ব্যবহৃত ভাষা?
উত্তরঃ  মান্দারিন।
প্রশ্নঃ  এগমন্ট গ্রুপ কী?
উত্তরঃ  গোয়েন্দা ইউনিটগুলোর সংগঠন।
প্রশ্নঃ  ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?
উত্তরঃ  পাকিস্তানে।
প্রশ্নঃ  কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
উত্তরঃ কাগজ শিল্পের জন্য
প্রশ্নঃ  ম্যাগসেসে পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ১৯৫৭ সালে।
প্রশ্নঃ মালদ্বীপের ভাষার নাম কী?
উত্তরঃ দিবেহি।
প্রশ্নঃ ক্যাটালন কোন দেশের ভাষা?
উত্তরঃ স্পেন।

আরো দেখুন ::

বিসিএস প্রস্তুতি : সাধারণ জ্ঞান প্রথম পর্ব

বিসিএস প্রস্তুতি : সাধারণ জ্ঞান দ্বিতীয় পর্ব

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*