প্রচ্ছদ > ক্যারিয়ার > সিভি, প্রশিক্ষণ > ৯০০ শিক্ষার্থী পাবে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ
৯০০ শিক্ষার্থী পাবে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ

৯০০ শিক্ষার্থী পাবে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ

প্রাথমিকভাবে ৯০০ ছাত্রছাত্রীকে আইটি (তথ্যপ্রযুক্তি) প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সরকার। ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
যেকোনো বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা প্রকৌশলীরা এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ জন্য ২৮ এপ্রিলের মধ্যে ওয়েবসাইটে (www.lict.gov.bd) নিবন্ধন করতে হবে। অনলাইনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ে মোট ৯০০ শিক্ষার্থী বাছাই করা হবে।
এলআইসিটির প্রকল্প সহকারী এবং সহকারী সচিব মাহফুজুল ইসলাম জানান, সাত মাসের এ প্রশিক্ষণ শেষে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের চাকরির ব্যবস্থাও করবে আয়োজকরা।

Comments

comments

Comments are closed.