প্রচ্ছদ > ক্যারিয়ার > সিভি, প্রশিক্ষণ > পর্যটন করপোরেশনের ছয় কোর্স
পর্যটন করপোরেশনের ছয় কোর্স

পর্যটন করপোরেশনের ছয় কোর্স

পর্যটনসংক্রান্ত ছয়টি বিষয়ে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। খোঁজ জানাচ্ছেন এম ফরহাদ হোসেন

ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ও প্রোডাকশন, ফ্রন্ট অফিস সেক্রেটারিয়াল অপারেশনস, হাউস কিপিং অ্যান্ড লন্ড্রি, ট্যুর গাইড অ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশনস এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিটি কোর্সের মেয়াদ ১৮ সপ্তাহ। পাঁচ ঘণ্টা করে সপ্তাহে পাঁচ দিন (রবি থেকে বৃহস্পতিবার) ক্লাস হবে। ক্লাস শুরু হবে ১৯ জুন।

আবেদনের যোগ্যতা
ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ও প্রোডাকশন, হাউস কিপিং অ্যান্ড লন্ড্রি, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন কোর্সে আবেদনের যোগ্যতা এসএসসি পাস। ফ্রন্ট অফিস সেক্রেটারিয়াল অপারেশনস ও ট্যুর গাইড অ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশনস কোর্সে আবেদনের যোগ্যতা এইচএসসি।

খরচাপাতি
ট্যুর গাইড অ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশনস, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ও বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন কোর্সে খরচ পড়বে ২৫ হাজার টাকা। ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ও হাউস কিপিং অ্যান্ড লন্ড্রি কোর্সে খরচ ৩০ হাজার টাকা। ফ্রন্ট অফিস সেক্রেটারিয়াল অপারেশনস কোর্সে গুনতে হবে ২০ হাজার টাকা।

আবেদন ফরম ও অন্যান্য তথ্য
দুই শ টাকার বিনিময়ে ইনস্টিটিউটের অফিসে আবেদন ফরম পাওয়া যাবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে। আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, প্রশংসাপত্র এবং পাসপোর্ট আকারের দুই কপি ছবি। বয়স থাকতে হবে ৩৫-এর মধ্যে।

ভর্তি পরীক্ষা
ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম আখন্দ জানান, প্রতিটি কোর্সে ২০ থেকে সর্বোচ্চ ৩৫ জন ভর্তির সুযোগ পাবে। এর আগে অংশ নিতে হবে ভর্তি পরীক্ষায়। এমসিকিউ এবং রচনামূলক পদ্ধতিতে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। নম্বর বিভাজন সাধারণ জ্ঞান ৪০, সাধারণ গণিত ২০ এবং ইংরেজি ৪০।

চাকরির সুযোগ যেখানে
দেশ-বিদেশের নামকরা হোটেল, মোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস, ভিআইপি রেসিডেন্স হাউস, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড ও নামকরা কফি শপ, চায়নিজ রেস্টুরেন্ট, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে কোর্স শেষে আছে চাকরির সুযোগ।

যোগাযোগ
ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন ইনস্টিটিউটের অফিসে। ঠিকানা : ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ৮৩-৮৮ মহাখালী বা/এ, ঢাকা। ফোন : ৯৮৯৯২৮৯-৯১। ওয়েবসাইটেও (www.nhtti.org/notice.php) পাওয়া যাবে দরকারি তথ্য।

Comments

comments

Comments are closed.