প্রচ্ছদ > ক্যারিয়ার > ‘ওপরে ওঠার সিঁড়ি’-র মোড়ক উন্মোচন করলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল
‘ওপরে ওঠার সিঁড়ি’-র মোড়ক উন্মোচন করলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল

‘ওপরে ওঠার সিঁড়ি’-র মোড়ক উন্মোচন করলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল

Arafat Shahriar BOOK Coverক্যারিয়ার বিষয়ক দরকারি বই ‘ওপরে ওঠার সিঁড়ি’-র  মোড়ক উন্মোচন করলেন নন্দিত লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। ইনফোপিডিয়া সম্পাদক ও  লেখক আরাফাত শাহরিয়ারের বইটি কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বেশ কাজে দেবে। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য, প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
একুশে বইমেলায় ২৫% কমিশনে বইটি পাওয়া যাচ্ছে ঐতিহ্যের ৩৬৮, ৩৬৯ ও ৩৭০ নম্বর স্টলে। ঘরে বসে বইটি পেতে ফোন করুন রকমারি.ডটকমের ১৬২৯৭ নম্বরে।
চাকরির শুরুতে নানান ঝক্কি-ঝামেলা, পদোন্নতি লাভের উপায়, দক্ষতা, পেশাদারিত্ব, নেতৃত্ব ও টিমওয়ার্কের গুণ, বছর শেষে কাজের মূল্যায়নসহ কর্মক্ষেত্রের জন্য দরকারি সব লেখা দিয়ে সাজানো হয়েছে বইটি। লেখক আরাফাত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে।
বর্তমানে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। কালের কণ্ঠের প্রতিদিনের শিক্ষাবিষয়ক পাতা ‘পড়ালেখা’, শিক্ষাবিষয়ক সাপ্তাহিক ক্রোড়পত্র ‘সিলেবাসে নেই’ ও ক্যারিয়ার পাতা ‘বাতিঘর’-এর বিভাগীয় সম্পাদক তিনি। মানুষের দোরগোড়ায় দরকারি তথ্য পৌঁছে দেওয়ার জন্য তিনি হাত দিয়েছেন ইনফোপিডিয়া বিডি ডটকম নামের এই ওয়েবপোর্টালের কাজে।
ঐতিহ্য এর আগে প্রকাশ করে লেখকের ক্যারিয়ার বিষয়ক বই ‘নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার’ ও ‘চাকরিই আপনাকে খুঁজবে’। এটি লেখকের ক্যারিয়ার বিষয়ক তৃতীয় বই

 

Comments

comments

Comments are closed.