অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমানবাহিনী।নির্বাচিত প্রার্থীদের বিমানবাহিনী একাডেমিতে ছয় মাস প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে কমিশন দেওয়া হবে।
ইঞ্জিনিয়ারিং, এটিসি ও এডিডাব্লিউসি শাখায় ডিই২০২০ কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমানবাহিনী। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সম্ভাব্য তারিখ ১৫ জুলাই ২০২০। শাখাভেদে সুনির্দিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী পুরুষ-মহিলা উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ছয় মাস প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে কমিশন দেওয়া হবে।
যাঁরা আবেদন করতে পারবেন
► ইঞ্জিনিয়ারিং শাখায় মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় ছাড়া) এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে।
অথবা জিসিই ও-লেভেল পদার্থ, গণিত ও রসায়নসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং জিইসি এ-লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
যেকোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল/তড়িৎ প্রকৌশল/ইলেকট্রনিকস প্রকৌশল/টেলিকমিউনিকেশন প্রকৌশল/কম্পিউটার প্রকৌশল/যন্ত্র ও ধাতব প্রকৌশল/এরোনটিক্যাল (এরোস্পেস বা এভিওনিক্স) প্রকৌশলে (জুন ২০১৯-এর আগে) কমপক্ষে সিজিপিএ ৩.০ সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
► এটিসি শাখায় মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় ছাড়া) এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে।
অথবা জিসিই ও-লেভেল পদার্থ ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং জিইসি এ-লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিতে পদার্থ অথবা গণিতসহ ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে।
► এডিডাব্লিউসি শাখায় মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় বাদে) এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে।
অথবা জিসিই ও-লেভেল পদার্থ ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং জিইসি এ-লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিতে পদার্থ অথবা গণিতসহ ন্যূনতম জিপিএ-৩.০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
বৈবাহিক অবস্থা : অবিবাহিত/বিবাহিত।
বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর (১৫ জুলাই ২০২৯ তারিখে)।
বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ করা হবে না।
উচ্চতা : পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৬৪ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে ৬২ ইঞ্চি।
বুকের মাপ : পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে ৩২ ইঞ্চি ও ২ ইঞ্চি প্রসারণ।
মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে ২৮ ইঞ্চি ও ২ ইঞ্চি প্রসারণ।
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখ : ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।
নির্বাচনপদ্ধতি
প্রার্থী নির্বাচন করা হবে ছয়টি ধাপের মাধ্যমে—
১। প্রাথমিক লিখিত পরীক্ষা : আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ বিষয়ের ওপর হবে।
২। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা।
৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা।
৪। নির্বাচন পর্ষদে বাছাই প্রক্রিয়া হবে।
৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদে (সিএফএসবি) বাছাই প্রক্রিয়া হবে।
পরীক্ষা কেন্দ্রে কোনো ইলেকট্রনিকস ডিভাইস (ক্যালকুলেটর, মোবাইল ইত্যাদি) এবং ব্যাগ বহন করা যাবে না।
পরীক্ষার তারিখ ও কেন্দ্র
১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ জুন বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে সকাল ৮টায় উপস্থিত থাকতে হবে। কোনো প্রার্থী নির্ধারিত তারিখে পরীক্ষায় উপস্থিত হতে না পারলে উল্লিখিত অন্য তারিখে এসে পরীক্ষা দিতে পারবেন। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি আগেই বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে ফোন করে জানাতে হবে।
অনলাইনে আবেদন যেভাবে
www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Apply Now ট্যাবে ক্লিক করে যাবতীয় নির্দেশনা অনুসরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইনে ১০০০ টাকা আবেদন ফি জমা দিলে মোবাইলে লগ ইন আইডি ও পাসওয়ার্ড যাবে। এর মাধ্যমে উল্লিখিত ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফরম পূরণ ও প্রিন্ট করতে হবে। এই প্রিন্ট কপির সঙ্গে ১২ কপি সত্যায়িত ছবি, প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত দিন বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
বেতন-ভাতা ও সুবিধাদি
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীতে বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে।
প্রশিক্ষণকালীন মাসিক বেতন ১০ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে আকর্ষণীয় বেতন ও ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন অফিসার ক্যাডেটরা।
বাংলাদেশ বিমানবাহিনীতে ইঞ্জিনিয়ার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোলার হিসেবে ক্যারিয়ার প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। আগাম প্রবীণতা হিসেবে পদোন্নতিপ্রাপ্তির সুযোগ রয়েছে। এর বাইরে মেধাবী অফিসারদের দেশ-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশে অংশগ্রহণের সুযোগ, দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগপ্রাপ্ত হওয়ার সুযোগ রয়েছে। নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স (এমআইএসটি) এবং বিমানবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজগুলোতে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। নিরাপদ, সুন্দর ও মনোরম পরিবেশে সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশনপ্রাপ্তির সুযোগ রয়েছে।
বিমানবাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ। সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা। প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। এ ছাড়া উন্নত বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসা সুবিধা। মা ও বাবা এবং শ্বশুর ও শাশুড়িকে সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে।
শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ির ঋণ ও ডিওএইচএসে প্লটপ্রাপ্তির সুযোগ রয়েছে।
► বিস্তারিত তথ্য জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এই লিংক থেকে : https://joinairforce.baf.mil.bd/circular
.