প্রচ্ছদ > ক্যারিয়ার > ৪০তম বিসিএস থেকে কোটা বিলুপ্তি হবে
৪০তম বিসিএস থেকে কোটা বিলুপ্তি হবে

৪০তম বিসিএস থেকে কোটা বিলুপ্তি হবে

বিসিএসে কোটা বিলুপ্তি বাস্তবায়ন হবে ৪০তম বিসিএস থেকে, এমনটিই জানালেন পিএসসি চেয়ারম্যান। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানালেন, ৪০তম বিসিএস থেকে কোটা থাকছে না।

৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএস পরীক্ষায় কোটার বিষয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ করা হবে। সরকার যদি কোটা বাতিল করে, তবে সেটি কার্যকর হবে। সে ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সরকার এরই মধ্যে কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গ্রহণ করা হয়েছে লিখিত পরীক্ষা। এ পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। ফলাফলের অপেক্ষায় আছেন ৪০ তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ২০ হাজার প্রার্থী।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসে ১৯০৩ জনকে নিয়োগের সুপারিশ করা হবে । এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কর ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ পাবে বলা হলেও এই সংখ্যা বাড়তে পারে।

কোটা নিয়ে বিতর্ক ও আন্দোলন হয়েছে অনেকবার। কয়েকবার কোটাব্যবস্থার পরিবর্তন করে সর্বশেষ ৫৫ শতাংশ কোটা করা হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান ছিল ৩০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, নারী ১০ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা ছিল। পরে ১ শতাংশ কোটা প্রতিবন্ধীদের জন্যও নির্ধারণ করা হয়। বর্তমান সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

Comments

comments

Comments are closed.