প্রচ্ছদ > শিক্ষা > ই-বুক > ই-বুক ভাণ্ডার
ই-বুক ভাণ্ডার

ই-বুক ভাণ্ডার

এখন নতুন বই মানে কেবল কাগজে সদ্য ছাপা কাঁচা কালির গন্ধ নয়। সরাসরি ইন্টারনেটেই প্রকাশ হচ্ছে অনেক ‘ই-বুক’। বিস্তারিত জানাচ্ছেন সানজিদ আসাদ

ইংরেজি ভাষায় প্রকাশিত বইয়ের ‘ই’ সংস্করণ বা ই-বুকের তুলনায় বাংলা ই-বুক যে পিছিয়ে নেই তা বোঝা যাবে ওয়েবে চোখ রাখলেই। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেক সাইট ‘ই-বুক’ দিয়ে সাজিয়েছে তাদের ওয়েব পেজ। ওয়েবের পাঠকরা বিনা মূল্যেই পড়তে বা সংগ্রহ করতে পারেন এসব বই। অধিকাংশ ওয়েবসাইট লেখক অথবা প্রকাশকের অনুমতি না নিয়েই প্রকাশ করে দিয়েছে বইগুলো। তবে এ নিয়ে লেখকদেরও কখনো কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি।
বিনা মূল্যে বাংলা বই ডাউনলোড করা যায় এমন একটি সাইট www.banglabook.tk। এখানে জনপ্রিয় লেখকদের লেখা সাত শতাধিক বাংলা বইয়ের পিডিএফ সংস্করণ রয়েছে। বিনা মূল্যে সংগ্রহ করা যায় এমন আরো একটি বই ডাউনলোডের ওয়েবসাইট ‘দেশি বই’। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিখ্যাত লেখকদের বইয়ের অনলাইন সংস্করণ মিলবে এ সাইটে। বইয়ের আরেক সাইট www.deshiboi.com-এ গল্প-কবিতার বইয়ের পাশাপাশি পাঠকরা পাবেন কম্পিউটার ও ধর্মীয় বইয়ের সংগ্রহ। www.banglaeye.com/ebook-এর ‘ই-বুক’ অংশে রয়েছে জনপ্রিয় বাংলা বইয়ের সংগ্রহ। পাঠকরা পিডিএফ আকারের বইগুলো পড়তে ও সংগ্রহ করতে পারবেন। এ অংশের বইগুলো সাজানো হয়েছে ১৯৭১, নিবন্ধ, নোভেল, কবিতা, ইসলামী বই, কমিক, কার্টুন নামের বিভিন্ন বিভাগে। এ ছাড়া মাসুদ রানা সিরিজের বেশ কিছু বইও পাওয়া যাবে এ সাইটের ‘সেবা প্রকাশনী’ অংশে।
সময় প্রকাশনের ওয়েবসাইট www.somoy.com-এর ডাউনলোড বিভাগে পিডিএফ ও ওয়ার্ড ফাইল (.doc) আকারে আলোচিত কিছু বই রয়েছে।
banglaadda.com দুই বাংলার কবি-লেখকদের বিপুল সংখ্যক ই-বইয়ের সংগ্রহের মাধ্যমে অনলাইনে বই পড়ার পক্ষে তাদের অবস্থান জানান দিয়েছে। http://banglaadda.chapso.de/bangla-e-books-s225724.html লিংকে ভিজিট করলেই পাওয়া যাবে বাংলা বইয়ের এ অনলাইন সংস্করণগুলো।
‘আমরা বাঙালি… মহান এক জাতিসত্তার উত্তরাধিকারী’_নিজেদের সাইটের পরিচিতিতে এভাবেই শুরু করেছে rashal.com সাইটটি। বাংলা উপন্যাস, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধের বিশাল ই-বুকের আয়োজন দেখলেই পাঠকরা বুঝতে পারবেন_বাঙালির সাহিত্যচর্চার উপযোগী কত বড় সংগ্রহ এ সাইটে। এ ছাড়া www.shabdaguchha.com, www.banglakitab.com, www.uplbooks.com, www.doridro.com, www.arshi.org, www.murchona.com, www.barnamala.org, www.gronthamela.com এবং www.banglakitab.com সাইট থেকেও বিনা মূল্যে বই ডাউনলোড করার সুবিধা রয়েছে।
বাংলা বই কেনার সুযোগও রয়েছে জনপ্রিয় ই-কমার্স সাইট www.amazon.com এ। http://bookbazaar.hostedbyamazon.com ঠিকানা থেকে বাংলাদেশি লেখকদের বাংলা বই কিনতে পারবেন যে কেউ। সাইটটিতে বিভিন্ন ম্যাগাজিন, নাটক ও উপন্যাসের বই, বিজ্ঞান ও বাচ্চাদের বইসহ বিপুল পরিমাণ বই রয়েছে। সাইটটিতে দেড় হাজারের মতো বাংলা বই রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। www.bengalibooksonline.com, www.boi-mela.com, www.calcuttaweb.com, www.boimela.in, www.hutbazar.com এবং www.myferiwala.com ছাড়াও বেশ কয়েকটি সাইট অনলাইনে বই বিক্রি করছে। অনলাইন এ সাইটগুলোতে বিক্রি হওয়া বইয়ের সংখ্যাও নিতান্ত কম নয়। দেশি গ্রাহক ছাড়াও বিদেশি বেশির ভাগ গ্রাহকই ইন্টারনেটের মাধ্যমে এসব বই কিনে থাকেন। সে ক্ষেত্রে ই-কমার্স সাইটগুলোই বই পৌছে দেওয়ার ব্যবস্থা করে থাকে। অধিকাংশ সাইটই বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক বেশ কয়েকটি সাইটও অনলাইনে বই বিক্রির ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। www.boimela.in এদের মধ্যে অন্যতম একটি সাইট।

ওয়েবে বাংলা সাময়িকী
প্রযুক্তির সাহায্য নিয়ে সাহিত্যামোদীরা ইদানীং বাংলা সাহিত্যচর্চার অনেক কিছুই করছেন ওয়েবে। বাংলায় সমৃদ্ধ এসব ওয়েবকে সাহিত্যচর্চার ‘স্কুলঘর’ বললেও ভুল হবে না। টেঙ্টের পাশাপাশি পিডিএফ আকার বা ফরমেটে পড়া ও সংগ্রহ করারও সুযোগ আছে কিছু সাইটে।
অনলাইনে বাংলা সাহিত্যে বেশ সমৃদ্ধ বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের ‘আর্টস’। আর্টসের ওয়েবসাইটে (arts.bdnews24.com) অগ্রন্থিত রচনা, কথাসাহিত্য, অনুবাদ (কবিতা ও গল্প), কবিতা, গল্প, উপন্যাস, জীবনী, জার্নাল, ছোট কাগজ, চিত্রনাট্য, গ্রন্থ-সংক্ষেপ, পত্রসাহিত্য, তত্ত্ব, দর্শন, প্রবন্ধ, সাক্ষাৎকার, সাম্প্রতিক পাঠ ও সাহিত্য সংবাদ ছাড়াও আছে অনেক বিভাগ। সাইটটির ‘ই-লাইব্রেরি’ সহজেই পাঠকরা পিডিএফ আকারের বাংলা ‘ই-বুক’-এ নামিয়ে পড়তে পারবেন।
আরেকটি সাইট www.samowiki.com সাজানো হয়েছে বুক রিভিউ, মুভি রিভিউ, ইভেন্ট, সাক্ষাৎকার, সাহিত্য, অনুবাদ, আর্ট, ই-বুক, খবর এবং হ-য-ব-র-ল বিভাগ দিয়ে। ‘সাহিত্য’ অংশে আছে প্রবন্ধ, গল্প, কবিতা, জার্নাল ও উপন্যাস। সাময়িকীর সব বিভাগই তথ্যসমৃদ্ধ। এ ছাড়া ‘ই-বুক’ বিভাগে পাঠকরা পাবেন ফিকশন, নন-ফিকশন এবং কবিতার বই।
নতুন ধারার ওয়েবসাইট notundhara.com থেকে পড়া যাবে বাংলাদেশের জনপ্রিয় ও নবীন লেখকদের উপন্যাস, গল্প, কিশোর গল্প, দর্শন, গদ্য, ইতিহাস, আলোচনা, সাক্ষাৎকার, কবিতা ও ছড়া। পাঠকরা চাইলে প্রতিক্রিয়াও জানাতে পারবেন সাইটটিতে।
এ ছাড়া আছে আরো কিছু সাইট www.nazrul.org, www.bangladeshinovels.com, www.banglamati.net, sonalisakal.com
নবীন কবি-লেখকদের জন্য নতুন একটি ওয়েবসাইট আত্মপ্রকাশ করেছে ‘গল্প-কবিতা’ নামে, পড়তে চাইলে চোখ রাখুন এ ওয়েবে : www.golpokobita.com

Comments

comments

Comments are closed.