অনিবার্য কারণবশত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণি পদে নিয়োগের জন্য প্রার্থীদের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
লিখিত এ পরীক্ষা আগামী ২২ আগস্ট শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরিবর্তিত তারিখ যথা সময়ে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে।
