প্রচ্ছদ > শিক্ষা > পড়ালেখা > এসএসসি প্রস্তুতি || ফিন্যান্স ও ব্যাংকিং
এসএসসি প্রস্তুতি || ফিন্যান্স ও ব্যাংকিং

এসএসসি প্রস্তুতি || ফিন্যান্স ও ব্যাংকিং

বহু নির্বাচনী প্রশ্নঃ

১। লভ্যাংশ প্রদানের সঙ্গে কম্পানির কিসের সম্পর্ক?

ক. স্বার্থের

খ. সুনামের

গ. বিধি-বিধানের

ঘ. সম্পদের

২। চেকের প্রস্তুতকারককে কী বলা হয়?

ক. আদিষ্ট

খ. প্রাপক

গ. অনুমোদনকারী

ঘ. আদেষ্টা

৩। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?

ক. বিনিয়োগ বৃদ্ধি

খ. মুনাফা অর্জন

গ. অর্থ স্থানান্তর

ঘ. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা

৪। অর্থায়নে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলে?

ক. ব্যয় সিদ্ধান্ত

খ. আয় সিদ্ধান্ত

গ. বিনিয়োগ সিদ্ধান্ত

ঘ. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত

৫। গারনিশি অর্ডার কে জারি করে?

ক. বাংলাদেশ ব্যাংক

খ. পাওনাদার

গ. আদালত

ঘ. বাণিজ্যিক ব্যাংক

৬। কোন হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা পাওয়া যায়?

ক. চলতি

খ. সঞ্চয়ী

গ. স্থায়ী

ঘ. ডিপোজিট পেনশন স্কিম

৭। বিনিয়োগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত কোনটি?

ক. অগ্রাধিকার শেয়ার

খ. ট্রেজারি বন্ড

গ. সাধারণ শেয়ার

ঘ. ঋণপত্র

৮। কবে যুক্তরাষ্ট্রে মহামন্দা শুরু হয়?

ক. কুড়ির দশকে

খ. ত্রিশের দশকে

গ. চল্লিশের দশকে

ঘ. ষাটের দশকে

৯। ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?

ক. সুদ হ্রাস

খ. তহবিল বৃদ্ধি

গ. কর হ্রাস

ঘ. মুনাফা বৃদ্ধি

১০। লিজ নেওয়ার বিপরীতে লিজিং কম্পানিকে কী পরিশোধ করতে হয়?

ক. মুনাফা

খ. ভাড়া

গ. সুদ

ঘ. কর

১১। ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি?

ক. সার্ভিস চার্জ

খ. সুদ

গ. কমিশন

ঘ. সবগুলো

১২। ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় কোনটিকে?

ক. স্বর্ণ

খ. গ্রাহক

গ. মুদ্রা

ঘ. চেক

১৩। সরকারের ব্যয়ের খাত কোনটি?

ক. সঞ্চয়পত্র

খ. প্রতিরক্ষা

গ. আয়কর

ঘ. ভ্যাট

১৪। ‘রুল ৭২’ হলো-

ক. ৭২ নম্বর সিদ্ধান্ত

খ. বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ণয় পদ্ধতি

গ. ৭২ নম্বর আইন

ঘ. ৭২ নম্বর ধারা

১৫। ব্যাংক ও গ্রাহকের মধ্যে অছির সম্পর্ক কোন ধরনের?

ক. প্রতিনিধি খ. পাওনাদার

ঘ. অংশীদারিত্ব ঘ. আইনগত

১৬। প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?

ক. নিট বর্তমান মূল্য

খ. পে-ব্যাক সময়

গ. গড় মুনাফা হার

ঘ. ক্রমযোজিত নগদ প্রবাহ

১৭। সুদাসলের ওপর কী প্রদান করা হয়?

ক. সরল সুদ

খ. নিট সুদ

গ. মোট সুদ

ঘ. চক্রবৃদ্ধি সুদ

১৮। কিসের ক্ষেত্রে তারল্য ঝুঁকি বেশি?

i. অংশীদারি ব্যবসায়

ii. যৌথ মূলধনী ব্যবসায়

iii. এক মালিকানা ব্যবসায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৯। অর্থায়নে অভ্যন্তরীণ তহবিল কোনটি?

i. শেয়ার

ii. মালিকের মূলধন

iii. অবণ্টিত মুনাফা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২০। প্রতিটি বিনিয়োগের সঙ্গে কোনটির সম্পর্ক আছে?

ক. উৎপাদন ব্যয়

খ. সুযোগ ব্যয়

গ. মোট ব্যয়

ঘ. মুখ্য ব্যয়

২১। এবিসি কম্পানি লিমিটেড ১৬% হারে ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করল, মুনাফার ওপর করের হার ৫০%। কর সমন্বয়কৃত মূলধন খরচ কত?

ক. ৮%

খ. ৮.৫%

গ. ১২.৬৫%

ঘ. ১৬%

২২। সরকারি অর্থায়নে প্রথমে কোনটির পরিমাণ নির্ধারণ করা হয়?

ক. ব্যয়

খ. আয়

গ. সম্পদ

ঘ. মুনাফা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

কর্ণফুলী ব্যাংক লিমিটেড তাদের মোট আয়ের ৭৫% অর্জন করে ঋণ প্রদান করে। ব্যাংকটি পে-অর্ডার, প্রত্যয়নপত্র ও বিনিময় বিলের বাট্টাকরণ করে ও অর্থ উপার্জন করে। তা ছাড়া ডেসার পক্ষ হয়ে বিল সংগ্রহ করে আয় করে।

২৩। উদ্দীপকে ডেসার পক্ষে কর্ণফুলী ব্যাংকের কাজটি কোন ধরনের?

ক. অবলেখকের

খ. প্রতিনিধিত্বকারী

গ. বাট্টাকারী

ঘ. আদায়কারী

২৪। উদ্দীপকের তথ্য মতে, ডেসা থেকে কর্ণফুলী ব্যাংকের আয় কোনটি?

ক. সার্ভিস চার্জ

খ. বাট্টা

গ. সুদ

ঘ. কমিশন

২৫। বন্ড যেসব বৈশিষ্ট্যে বিশেষায়িত, তা হলো-

i. উচ্চ ঝুঁকি

ii. জামানত

iii. রূপান্তর যোগ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৬। কোন ব্যাংক হোল্ডিং কম্পানির মাধ্যমে পরিচালিত হয়?

ক. চেইন ব্যাংক

খ. গ্রুপ ব্যাংক

গ. শাখা ব্যাংক

ঘ. একক ব্যাংক

২৭। নিচের কোনটি স্টক এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় করা হয়?

i. সাধারণ শেয়ার

ii. ডিবেঞ্চার

iii. মিউচুয়াল ফান্ড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৮। কম্পানি সাধারণত কতভাবে লভ্যাংশ দিয়ে থাকে?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

একটি প্রকল্পের সময়কাল ৬ বছর। প্রারম্ভিক বিনিয়োগ ২,০০,০০০ টাকা এবং প্রতিবছর ব্যবসায় থেকে কম্পানি ৫০,০০০ টাকা আয় করে।

২৯। প্রকল্পটির পে-ব্যাক সময় কত?

ক. ৩ বছর

খ. ৩.৫ বছর

গ. ৪ বছর

ঘ. ৬ বছর

৩০। চলতি ও সঞ্চয়ী আমানতের মধ্যে মূল পার্থক্য কিসের দিক থেকে?

ক. ধরনের

খ. প্রাথমিক আমানতের

গ. উপযোগিতার

ঘ. উদ্দেশ্যের

৩১। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কী দিয়ে প্রকাশ করা হয়?

ক. m

খ. c

গ. i

ঘ. n

৩২। একটি কম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা। এ বছর প্রতি শেয়ারে ২০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করলে কম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?

ক. ১০%

খ. ১৫%

গ. ২০%

ঘ. ২৫.৫%

৩৩। কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন হয়?

ক. একবিংশ

খ. বিংশ

গ. ঊনবিংশ

ঘ. অষ্টাদশ

উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও-

জনাব রোমান তাঁর উৎপাদনমুখী শিল্পকারখানার স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য তহবিল সংগ্রহের উৎসগুলো বিচার-বিশ্লেষণ করছেন। তিনি বিভিন্ন দিক বিবেচনা করে শেয়ারের বিকল্প কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে চান।

৩৪। তহবিল সংগ্রহে জনাব রোমানকে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে?

ক. স্বল্পমেয়াদি

খ. মধ্যমেয়াদি

গ. অভ্যন্তরীণ

ঘ. দীর্ঘমেয়াদি

৩৫। শেয়ারের বিকল্প হিসেবে জনাব রোমানের জন্য উপযুক্ত ক্ষেত্রটি কী?

ক. বাণিজ্যিকপত্র বিক্রয় করা

খ. ঋণপত্র ইস্যু করা

গ. ঋণ গ্রহণ করা

ঘ. মজুদ মাল বন্ধকীকরণ

৩৬। ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো-

i. বিক্রয়ের পরিমাণ-পরিবর্তন

ii. অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা

iii. বিক্রয় মূল্য পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৩৭। ব্যাংকের সাফল্য ও কর্মদক্ষতা কোনটির ওপর নির্ভরশীল?

ক. মুনাফা অর্জন

খ. দক্ষ ব্যবস্থাপনা

গ. সুনাম

ঘ. অধিক কর্মী

৩৮। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-

i. প্রত্যয়পত্র

ii. ব্যাংক ড্রাফট

iii. ট্রেজারি চালান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৩৯। ইসলামী ব্যাংকিংয়ের কোন সেবায় লাভ-লোকসান সমবণ্টনের কথা বলা হয়েছে?

ক. মুদারাবা

খ. মুসারাকা

গ. ইজারা

ঘ. মুরাবাহা

৪০। কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিলে তিনি কী হিসেবে বিবেচিত হবেন?

ক. ডেবিটর

খ. ক্রেডিটর

গ. অছি

ঘ. প্রতিনিধি

উত্তরঃ ১. খ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. ক ৩৯. খ ৪০. খ

 

১। নিচের কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?

ক. মুদ্রা খ. গ্রাহক

গ. ব্যাংকার ঘ. কড়ি

২। লোম্বার্ডি স্ট্রিট কোথায় অবস্থিত?

ক. যুক্তরাজ্য খ. ইতালি

গ. যুক্তরাষ্ট্র ঘ. ফ্রান্স

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী জানান, আবির আহমেদ নিয়মিত বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। তাঁর ব্যবসার প্রয়োজনে সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন।

৩। উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংক জনাব আবির আহমেদের পক্ষে-

i. প্রত্যয়পত্র ইস্যু করে

ii. মুনাফা বণ্টন করে

iii. বৈদেশিক বাণিজ্যের বিলের টাকা পরিশোধে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

ক. i খ i ও ii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?

ক. বীমা প্রিমিয়াম খ. নিরীক্ষকের বিল

গ. বিল বাট্টাকরণ ঘ. শুল্ক ও কর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সোয়েটার প্রস্তুতকারক ব্যবসায়ী মি. জাকির আহমেদ তাঁর নতুন শিল্প ইউনিটের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি সাত বছরের জন্য ভাড়া নিয়েছেন।

৫। উদ্দীপকে মি. জাকির আহমেদ তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন?

ক. লিজিং

খ. বাণিজ্যিক পত্র

গ. ক্রেতা হতে অগ্রিম গ্রহণ

ঘ. ঋণপত্র

৬। উদ্দীপকে মি. জাকির আহমেদ তহবিল সংগ্রহের ক্ষেত্রে নিচের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন?

ক. বাধ্যতামূলক সুদ প্রদান

খ. দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ নিষ্প্রয়োজন

গ. জামানতযোগ্য সম্পত্তির প্রতুলতা ঘ. ডিবেঞ্চার বিক্রয়ের নিশ্চয়তা

৭। নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস?

i. রপ্তানি শুল্ক

ii. সরকারি হাসপাতাল

iii. আয়কর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ i ও iii

গ. iiও iii ঘ. i, ii ও iii

৮। কারা কম্পানির মালিক?

ক. সরকার খ. পরিচালকবৃন্দ

গ. শেয়ারহোল্ডারগণ ঘ. ঋণদাতাগণ

৯। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় অধীনস্থ ব্যাংককে কী বলা হয়?

ক. কেন্দ্রীয় ব্যাংক

খ. হোল্ডিং ব্যাংক

গ. প্রধান ব্যাংক

ঘ. সাবসিডিয়ারি ব্যাংক

১০। নিচের কোন ব্যাংক হিসাবের ক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়?

ক. চলতি হিসাব

খ. ডিপোজিট পেনশন স্কিম

গ. সঞ্চয়ী হিসাব

ঘ. ঋণ আমানতি হিসাব

উত্তরঃ ১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ

 

১। নিচের কোনটি ATM-এর সম্প্রসারিত রূপ?

ক. Automatic Teller Machine

খ. Augmented Teller Machine

গ. Automated Teller Machine

ঘ. Automatic Telephone Machine

২। এসএমএস ব্যাংকিং যে উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাহলো-

i. চেক বইয়ের জন্য অনুরোধ

ii. হিসাবের স্থিতি জানার জন্য

iii. তহবিল স্থানান্তর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৩। স্থায়ী হিসাবে সর্বনিম্ন কত মেয়াদের জন্য টাকা জমা রাখা হয়?

ক. ৫ বছর খ. ১ বছর

গ. তিন মাস ঘ. ১ মাস

৪। ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?

ক. বিল বাট্টাকরণ খ. ঋণের সুদ

গ. লকার ভাড়া ঘ. বিনিয়োগ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

স্মার্ট ফ্যাশনের পরিচালনা পর্ষদ তাদের প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারগণের নিয়মিত লভ্যাংশ প্রদান করে থাকে। এ বছর প্রতিষ্ঠানটিতে অপেক্ষাকৃত কম পরিমাণ মুনাফা অর্জিত হয় এবং শেয়ারহোল্ডারগণকে লভ্যাংশ প্রদান করতে ব্যর্থ হয়।

৫। উদ্দীপকে স্মার্ট ফ্যাশন প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. প্রাইভেট লিমিটেড কম্পানি খ. সমবায় সমিতি

গ. পাবলিক লিমিটেড কম্পানি

ঘ. অংশীদারি ব্যবসায়

৬। উদ্দীপকের প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের করণীয় ছিল?

ক. উৎপাদন বৃদ্ধি করা

খ. লভ্যাংশ প্রদান বন্ধ করা

গ. লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করা

ঘ. ব্যবসায়ে শেয়ারহোল্ডার কমানো

৭। কারবারি প্রতিষ্ঠান পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

ক. আর্থিক ঝুঁকি খ. তারল্য ঝুঁকি

গ. সুদ হারের ঝুঁকি ঘ. ব্যবসায়িক ঝুঁকি

৮। সুদের হার বাড়লে বিনিয়োগের ওপর কী ধরনের প্রভাব পড়ে

ক. বিনিয়োগের চাহিদা বাড়ে

খ. বিনিয়োগের বাজারমূল্য বাড়ে

গ. বিনিয়োগের অভাব সৃষ্টি হয় ঘ. বিনিয়োগের বাজারমূল্য কমে

৯। মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?

ক. বাট্টা হার নির্ণয়

খ. পে-ব্যাক সময় নির্ণয়

গ. নগদ প্রবাহ প্রাক্কলন

ঘ. প্রকল্প নির্বাচন

১০। মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

উত্তরঃ ১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. গ

প্রশ্ন তৈরিঃ মো. মাজেদুল হক খান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*