প্রচ্ছদ > শিক্ষা > পড়ালেখা > এসএসসি প্রস্তুতি || হিসাববিজ্ঞান
এসএসসি প্রস্তুতি || হিসাববিজ্ঞান

এসএসসি প্রস্তুতি || হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ো ১-৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মি. বেলাল বাগেরহাট থেকে তাঁর চেম্বারের জন্য ৫০,০০০ টাকার সুন্দরী কাঠের দুটি চেয়ার ও একটি টেবিল কিনে আনেন। আসবাবগুলো আনতে পরিবহন বাবদ ৫,০০০ টাকা খরচ হয়। পরবর্তীতে এগুলো তাঁর বন্ধুর কাছে বিক্রি করেন। এ বাবদ ৭০,০০০ টাকার একটি চেক পান।

১। বেলালের মূলধনজাতীয় ব্যয়ের পরিমাণ কত?

ক. ৪৫,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা

গ. ৫৫,০০০ টাকা ঘ. ৭০,০০০ টাকা

২। বেলালের মূলধনজাতীয় আয়ের পরিমাণ কত?

ক. ২৫,০০০ টাকা খ. ২০,০০০ টাকা

গ. ১৫,০০০ টাকা ঘ. ৭০,০০০ টাকা

৩। টেবিল আনার পরিবহন খরচ একটি-

i. মুনাফাজাতীয় ব্যয়

ii. মূলধনজাতীয় ব্যয়

iii. মূলধনজাতীয় লেনদেন

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

৪। ‘অফিস সাপ্লাইজ’ হিসাব লিখতে হয় কিসের জন্য?

ক. মনিহারি ক্রয়

খ. ক্যালকুলেটর ক্রয়

গ. যন্ত্রপাতি ক্রয়

ঘ. ফটোকপি মেশিন ক্রয়

৫। চেকের মাধ্যমে পাওনা আদায় হলে কোনটি ডেবিট হবে?

ক. নগদান হিসাব খ. পাওনা হিসাব

গ. চেক হিসাব ঘ. ব্যাংক হিসাব

৬। চারঘরা খতিয়ানে টাকার ঘর কয়টি থাকে?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

৭। হিসাবের সমীকরণ ভিত্তিতে হিসাব কত প্রকার?

ক. ৫ প্রকার খ. ৪ প্রকার

গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার

৮। কোনটি আলাদা হিসাব?

ক. বেতন খ. বিক্রয়

গ. ক্রয় ঘ. বিজ্ঞাপন

৯। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে-

i. উত্তোলন হিসাব ডেবিট হবে

ii. ক্রয় হিসাব ক্রেডিট হবে

iii. নগদান হিসাব ক্রেডিট হবে

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০-১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

রকি ২০১৪ সালের ১ মে তারিখে সাকির কাছ থেকে ১০% বাট্টায় ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। বিক্রয়ের উদ্দেশ্যে রকি এগুলো ক্রয় করেন এবং চালানে উল্লেখ থাকে- ‘২/১৫, নিট ৩০’।

১০। রকির আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে ডেবিট হবে কোনটি?

ক. আসবাবপত্র হিসাব

খ. নগদান হিসাব

গ. ক্রয় হিসাব

ঘ. দেনাদার হিসাব

১১। রকি ১ মে তারিখে কত টাকা হিসাবভুক্ত করবেন?

ক. ২,০০০ খ. ১৮,০০০

গ. ২০,০০০ ঘ. ২২,০০০

১২। ১০ মে তারিখে রকির পরিশোধকৃত টাকার পরিমাণ কত হবে?

ক. ১৭,৬৪০ খ. ১৭,৯৯০

গ. ১৭,৯৭০ ঘ. ১৭,৯৮৫

১৩। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে-

i. সম্পদ ii. দায় iii. ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

১৪। হিসাবের ডেবিট জের কী?

ক. ডেবিট দিক কম খ. ডেবিট দিক বেশি

গ. ক্রেডিট দিক কম ঘ. ক্রেডিট দিক বেশি

১৫। বি/ডি বলতে কী বোঝায়?

ক. পেছন থেকে আনীত

খ. অপর পৃষ্ঠা হতে আনীত

গ. বিল পরিশোধ

ঘ. ওপর থেকে আনীত

উত্তরঃ ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ

 

১। কত শতাব্দীতে আধুনিক হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়?

ক. চতুর্দশ শতাব্দী খ. পঞ্চদশ শতাব্দী

গ. সপ্তদশ শতাব্দী ঘ. অষ্টাদশ শতাব্দী

২। মানুষকে সততা অবলম্বনে উদ্বুদ্ধ করে কোনটি?

ক. ধর্মীয় অনুশাসন খ. হিসাব সচেতনতা

গ. জবাবদিহিতা ঘ. আর্থিক সচ্ছলতা

৩। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-

i. আর্থিক ফলাফল নির্ণয়

ii. আর্থিক অবস্থা নির্ণয়

iii. ব্যয় নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

৪। সমাজ বিস্তার ও মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে কোনটি চালু হয়?

ক. লেনদেন খ. হিসাব

গ. বিনিময় প্রথা ঘ. মুদ্রার প্রচলন

৫। প্রাপ্য নোট কখন লেখা হয়?

ক. নগদে বিক্রয় হলে

খ. চেকে বিক্রয় হলে

গ. ধারে বিক্রয় হলে

ঘ. ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় হলে

৬। লেনদেন কিসের পরিবর্তন আনে?

ক. মোট মুনাফার

খ. মোট ক্ষতির

গ. মোট সম্পদের

ঘ. আর্থিক অবস্থার

৭। লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য নয় কোনটি?

ক. দৃশ্যমানতা

খ. দুটি পক্ষ

গ. টাকায় পরিমাপযোগ্য

ঘ. আর্থিক অবস্থার পরিবর্তন

৮। লাল কালি ব্যবহার করা হয়-

i. চালানে

ii. ডেবিট নোটে

iii. ক্রেডিট নোটে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. ii, iii ঘ. i, iii

৯। সম্পদ ও দায়ের পার্থক্যকে কী বলে?

ক. নিট লাভ খ. নিট ক্ষতি

গ. মূলধন ঘ. অনিশ্চিত হিসাব

১০। আধুনিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কোনটি?

ক. লেনদেন

খ. দুই তরফা দাখিলা পদ্ধতি

গ. হিসাব

ঘ. জাবেদা

উত্তরঃ ১. খ ২. খ ৩. ক ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. গ ১০. খ

প্রশ্ন তৈরিঃ মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*