এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। চাইলেই আছে ফল পুনঃ নিরীক্ষণ করার সুযোগ। টেলিটক প্রিপেইড সংযোগ থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC টাইপ করে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ : RSC <space> Dha <space> 123456 <space> 101
এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএসে একটি পিন নম্বর দেওয়া হবে। এর সঙ্গে উল্লেখ করা হবে মোবাইল থেকে কত টাকা কেটে রাখা হবে তাও। RSC টাইপ করে স্পেস দিয়ে YES টাইপ করে স্পেস দিয়ে পিন নম্বর লিখে আবার স্পেস দিয়ে যোগাযোগের নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস করলেই শেষ হবে আবেদনপ্রক্রিয়া। প্রতিটি বিষয়ের আবেদন ফি ১২৫ টাকা। তবে যেসব বিষয়ে দুটি পত্র আছে, সেসব ক্ষেত্রে ফি লাগবে ২৫০ টাকা। আবেদনের শেষ তারিখ ২৪ মে।
