১০ থেকে ১২ আগস্টের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট পরীক্ষা শেষের ৬০ দিন পূর্ণ হবে, এর আগে ১০-১২ আগস্টের মধ্যে ফল প্রকাশ করব। আমরা এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে আসছি। এবারও তার ব্যতয় হবে না।’
এদিকে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম বলেন, ফলাফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে।
প্রতি বছর শিক্ষামন্ত্রী বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে থাকেন। শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি সিডিউল দিলে চূড়ান্ত হবে।
৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ৮ জুন। এবার ১০ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।