প্রচ্ছদ > শিক্ষা > ফিচার > প্রাথমিক সমাপনীর প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন চূড়ান্ত
প্রাথমিক সমাপনীর প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন চূড়ান্ত

প্রাথমিক সমাপনীর প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন চূড়ান্ত

প্রাথমিক সমাপনীর এ বছরের পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন চূড়ান্ত করা হয়েছে। এবার প্রতি বিষয়ে যোগ্যতাভিত্তিক প্রশ্ন ১০ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ এবং ট্রাডিশনাল ৬৫ শতাংশ প্রশ্ন থাকবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. নাজমুল হাসান খান জানান, প্রতি বছরই যোগ্যতাভিত্তিক প্রশ্নের হার বাড়ানো হবে। প্রাথমিক সমাপনীতে পর্যায়ক্রমে শতভাগ প্রশ্নই যোগ্যতাভিত্তিক করার পরিকল্পনা রয়েছে।
২০০৯ সালে শুরু হওয়া প্রাথমিক সমাপনীতে ২০১২ সালে প্রথমবারের মতো ১০ শতাংশ সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়েছিল। গত বছর সৃজনশীল প্রশ্ন ছিল ২৫ শতাংশ।
যোগ্যতাভিত্তিক প্রশ্নে চিন্তা করে শিক্ষার্থীদের উত্তর লিখতে হয়। কিন্তু অনেক শিক্ষার্থীই দুই ঘণ্টায় পরীক্ষা শেষ করতে না পারায় গত বছর সময় ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
প্রাথমিকের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন পাবেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ওয়েবসাইটে (www.nape.gov.bd)।

নিচের লিংক থেকে সরাসরি নামাতে পারেন প্রাথমিকের নতুন প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন-
http://infopedia.com.bd/wp-content/uploads/2014/04/Nape-PRIMARY-Que-Pattern.pdf

 

প্রাথমিকের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন (পিডিএফ)

 

 

Comments

comments

Comments are closed.