প্রচ্ছদ > শিক্ষা > ভর্তি প্রস্ততি > শাবির প্রথম বর্ষের ভর্তির সাক্ষাৎকার ৩০ মার্চ
শাবির প্রথম বর্ষের ভর্তির সাক্ষাৎকার ৩০ মার্চ

শাবির প্রথম বর্ষের ভর্তির সাক্ষাৎকার ৩০ মার্চ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির সাক্ষাৎকার ৩০ মার্চ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির পরিচালক ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. জাকির হোসেন জানান, ৩০ মার্চ ‘বি-১’ ইউনিটের মেধাক্রমের ১ থেকে ৪০০ ও ৩১ মার্চ একই ইউনিটের মেধাক্রমের ৪০১ থেকে ৮১৫ পর্যন্ত ভর্তির সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পহেলা এপ্রিল ‘বি-২’ও ‘বি-৩’ ইউনিটের মেধাক্রমেরু যথাক্রমে ১ থেকে ১৫০ ও ১ থেকে ৪০ পর্যন্ত এবং একই দিনে ‘বি’ইউনিটের মেধাক্রম অনুযায়ী মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় ভর্তি করা হবে।
‘এ’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার শুরু হবে ২ এপ্রিল। ওই দিন এ ইউনিটের বিজ্ঞান শাখার ১ থেকে ৩৫০ পর্যন্ত ও বাণিজ্য শাখার মেধাক্রমের ১ থেকে ৯০ পর্যন্ত। একই ইউনিটের মানবিক শাখার মেধাক্রমের ১ থেকে ৩৭০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।
‘বি’ ও ‘এ’ ইউনিটের অপেক্ষামাণ তালিকা থেকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৭ মার্চ। বিজ্ঞপ্তি ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের তা জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu) পাওয়া যাবে।
এর আগে রবিবার সকালের দিকে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। প্রক্রিয়া- SUSTRESULT Your Admission Roll লিখে পাঠাতে হবে ১৬২৪২ নম্বরে।

Comments

comments

Comments are closed.