প্রচ্ছদ > শিক্ষা > ভর্তি প্রস্ততি > ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি
ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি

১। নীল নদের উপত্যকায় কোন সভ্যতা গড়ে উঠেছে? উত্তর : মিসরীয় সভ্যতা

২। সমাজবিজ্ঞানীদের মতে, কারা কৃষিকাজ উদ্ভাবন করেছে?

উত্তর : মেয়েরা

৩। খ্রিস্টপূর্ব কত অব্দে লাঙল তৈরি হয়? উত্তর : খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে

৪। নৃতাত্তি্বকভাবে বাঙালির আদি পুরুষ কারা? উত্তর : ভেড্ডারা

৫। দূষণের কারণে ঢাকা শহরে কত ভাগ শিশু শ্বাসকষ্টে ভোগে?

উত্তর : শতকরা ২৫ ভাগ

৬। বাংলাদেশের আবহাওয়া কেমন? উত্তর : নাতিশীতোষ্ণ

৭। প্রাচীন যুগে কোন বৌদ্ধ ভিক্ষু বাংলায় এসেছিলেন? উত্তর : চীনের বৌদ্ধ ভিক্ষু হিউয়েন সাঙ

৮। বাংলাদেশের সীমান্তের কোন দিকে মিয়ানমার?

উত্তর : দক্ষিণ-পূর্ব দিকে

৯। কোন নদীটিকে কীর্তিনাশা বলা হয়? উত্তর : পদ্মা

১০। কত বছর আগে মহাস্থ্থানগড় ও উয়ারী-বটেশ্বরে নগর গড়ে উঠেছিল?

উত্তর : আড়াই থেকে তিন হাজার বছর আগে

১১। পৃথিবীর সবচেয়ে ঘনবসতির দেশ কোনটি? উত্তর : বাংলাদেশ

১২। উয়ারী-বটেশ্বর কোন জেলায়?

উত্তর : নরসিংদী

১৩। সিন্ধু সভ্যতা কত খ্রিস্টপূর্বাব্দে গড়ে ওঠে? উত্তর : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে

১৪। সিন্ধু সভ্যতা কবে ধ্বংস হয়ে যায়? উত্তর : ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে

১৫। পুণ্ড্রবর্ধনের রাজধানী কোথায় ছিল? উত্তর : মহাস্থানগড়

১৬। প্রথম গণতান্ত্রিকভাবে কে রাজা নির্বাচিত হন? উত্তর : গোপাল

১৭। পাল বংশের বিখ্যাত শাসক কে ছিলেন? উত্তর : ধর্মপাল ও দেবপাল

১৮। কৈবর্তদের নেতা কে ছিলেন? উত্তর : দিব্য (বরেন্দ্রের রাজা)

১৯। পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? উত্তর : বৌদ্ধ ধর্মের

২০। বাংলা ভাষার সবচেয়ে পুরনো নিদর্শন কী? উত্তর : চর্যাপদ

২১। প্রাচীন এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কোনটি? উত্তর : নালন্দা

২২। কার আক্রমণে সেন রাজত্বের অবসান ঘটে? উত্তর : তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী

২৩। কবি চণ্ডীদাস কোন আমলের কবি? উত্তর : সুলতানী আমলের কবি।

২৪। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই’- কে বলেছেন?

উত্তর : কবি চণ্ডীদাস

২৫। সদুক্তিকর্ণামৃত- বইটি কে সংকলন করেছেন? উত্তর : শ্রীধর দাস

২৬। রাষ্ট্র গঠনের উপাদান কী কী? উত্তর : জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব

২৭। একই ব্যক্তি দুই দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে কী বলে?

উত্তর : দ্বি-নাগরিকত্ব

২৮। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : অষ্টম

২৯। কোথায় বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়? উত্তর : মুজিবনগরে

৩০। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী? উত্তর : এশিয়া

৩১। এশিয়া ও ইউরোপকে একত্রে কী বলা হয়? উত্তর : ইউরোশিয়া

৩২। রাশিয়া ও তুরস্ককে কী বলা হয়? উত্তর : ইউরোশিয়ার দেশ

৩৩। এশিয়া মহাদেশে মোট রাষ্ট্রের সংখ্যা কত? উত্তর : ৫১টি

৩৪। তাজিংডং (বিজয়) কোথায় অবস্থিত? উত্তর : বান্দরবানে

৩৫। সার্ক গঠনের কারণ কী? উত্তর : আঞ্চলিক সহযোগিতা

৩৬। মানুষ কোন বয়স থেকে অধিকার অর্জন করা শুরু করে?

উত্তর : জন্ম থেকে

৩৭। শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা করার দায়িত্ব কার?

উত্তর : রাষ্ট্রের

৩৮। শিশু কারা? উত্তর : ১৮ বছরের নিচে সব মানব সন্তানই শিশু

৩৯। জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়?

উত্তর : ১৯৮৯ সালের ২০ নভেম্বর

৪০। জাতিসংঘ শিশু অধিকার সনদে মোট কয়টি ধারা আছে?

উত্তর : ৫৪টি

৪১। আফগানিস্তান কত সালে সার্কের সদস্যপদ লাভ করে?

উত্তর : ২০০৫ সালে

৪২। কত সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে?

উত্তর : ২০১৫ সালের মধ্যে

৪৩। জি-৮ গ্রুপের সদস্য দেশ কয়টি? উত্তর : ৮টি

৪৪। কোন সংগঠনটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষণা করেছে?

উত্তর : জাতিসংঘ

সূত্র: কালেরকন্ঠ

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*