ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ সেশনে স্নাতক (সম্মান) শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন্ন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
আগামী শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর মোট ৭২টি কেন্দ্রে পরীক্ষা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আশরাফ আলী খান।
অন্যান্য পরীক্ষার মতো ‘খ’ ইউনিটের পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করতে নিষিদ্ধ বলে কর্তৃপক্ষ জানিয়েছে।