প্রচ্ছদ > শিক্ষা > ভর্তি বিজ্ঞপ্তি > রাজধানীর নামিদামি বিদ্যালয়ে ভর্তির এখনই সময়
রাজধানীর নামিদামি বিদ্যালয়ে ভর্তির এখনই সময়

রাজধানীর নামিদামি বিদ্যালয়ে ভর্তির এখনই সময়

দেশের নামিদামি বিদ্যালয়ে শুরু হয়ে গেছে ২০১৪ সেশনে ভর্তি কার্যক্রম। প্রথম ও কেজি শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি করা হলেও নেওয়া হবে সাক্ষাৎকার। অন্যান্য শ্রেণীতে ভর্তি করা হবে পরীক্ষার মাধ্যমে

 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
২০১৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন ফরম বিতরণ গত ১০ নভেম্বর রোববার থেকে শুরু হয়েছে। শেষ তারিখ ১৪ নভেম্বর। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য প্রকাশ্যে লটারির মাধ্যমে ছাত্রী বাছাই করা হবে।
প্রতিষ্ঠানের মূল প্রভাতি ইংরেজি মাধ্যমের ফরম পাওয়া যায় মূল প্রভাতি সিনিয়র শাখা ক্যাম্পাসে। মূল প্রভাতি (বাংলা মাধ্যম) এবং মূল দিবা (বাংলা মাধ্যম) ফরম পাওয়া যায় মূল প্রভাতি জুনিয়র শাখা ক্যাম্পাসে। এছাড়া ধানমন্ডি প্রভাতি ও দিবা, বসুন্ধরা প্রভাতি ও দিবা এবং আজিমপুর প্রভাতিও দিবা শাখার ফরম পাওয়া যায় সংশ্লিষ্ট শাখা ক্যাম্পাসে। সকল প্রভাতি শাখার ফরম বিতরণ করা হয় সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ১১ টা এবং দিবা শাখার ফরম দুপুর ১ থেকে সাড়ে ৩টা পর্যন্ত। ভর্তির আবেদন ফরমের মূল্য ২০০ টাকা।
যেসব ছাত্রীর জন্ম ১ জুলাই ২০০৭ থেকে ৩০ জুন ২০০৮ এর মধ্যে কেবল তারাই আবেদন করতে পেরেছে এবার। ফরম জমা ও সাক্ষাৎকারের তারিখ ১৫ ও ১৬ নভেম্বর। এ বিষয়ে বিস্তারিত তথ্য ১৪ নভেম্বর বিকাল ৪টায় সকল শাখার নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। লটারি অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ২০, ২১ ও ২২ ডিসেম্বর।
ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শ্রেণীর ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক বাছাইয়ের ফলাফল আগামী ৬ ডিসেম্বর ২০১৩ শুক্রবার বিকেল ৪টায় প্রতিটি শাখায় নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ফলাফল www.vnscbd.net সাইটেও পাওয়া যাবে।

 

 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
কেজি, ষষ্ঠ, অষ্টম, নবম শ্রেণীতে ভর্তির আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে ১৭ নভেম্বর। পাওয়া যাবে ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ধানমণ্ডি শাখা (বিজিবি ৪ নম্বর গেইটসংলগ্ন) ও পূবালী ব্যাংক লিমিটেড, পিলখানা শাখায় (বিজিবি ১ নম্বর গেটসংলগ্ন) ফরম পাওয়া যাবে। ফরমের দাম ২০০ টাকা। বিজিবি ৪ নম্বর গেটসংলগ্ন তথ্যকেন্দ্র ও পূবালী ব্যাংক, পিলখানা শাখাসংলগ্ন তথ্যকেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে।
কেজি শ্রেণীতে প্রভাতি শাখায় ছাত্র ও ছাত্রীদের সাক্ষাৎকার হবে ৬ ডিসেম্বর সকাল ৯টায়। লটারি হবে ১২ ডিসেম্বর সকাল ১০টায়। ষষ্ঠ ও অষ্টম শ্রেণী প্রভাতি শাখা (ছাত্রী) ও দিবা শাখা (ছাত্র) লিখিত পরীক্ষা হবে ৭ ডিসেম্বর সকাল ১০টায়। নবম শ্রেণী প্রভাতি শাখা (ছাত্রী) ও দিবা শাখা (ছাত্র) ভর্তি করা হবে জিপিএর ভিত্তিতে। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.abdurroufcollege.ac.bd এবং বিজিবি ১ ও ৪ নম্বর গেটের তথ্যকেন্দ্র থেকে জানা যাবে।
যোগাযোগ : বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা।
ফোন : ৯৬৫০০০১-৭ (বর্ধিত ৩৯৮, ৩৯৯), ৮৬১৬৪৪৮।

 

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, এ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ফরম বিক্রি শুরু হয়েছে গত সোমবার। চলবে ১৮ নভেম্বর (১৫ নভেম্বর বাদে) পর্যন্ত। ভর্তির জন্য লটারি হবে ৬ ও ৭ ডিসেম্বর। অধ্যক্ষ জানান, গত বুধবার পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার ফরম বিক্রি হয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত আরও কয়েক হাজার ফরম বিক্রি হবে। অথচ আসন আছে মাত্র ৬০০।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে কলেজের নোটিশ বোর্ড এ ওয়েবসাইটে। ঠিকানা : idealschoolandcollege.com
যোগাযোগ : আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।
ফোন : ৯৩৩০১৭৭

 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
ফরম বিক্রি শুরু হয়েছে ১৪ নভেম্বর। বিজিবি ৪ নং গেট সংলগ্ন ব্যাংক এশিয়া সাত মসজিদ রোড শাখা এবং বিজিবি ১ নং গেট সংলগ্ন পিলখানা বুথে ফরম পাওয়া পাওয়া যাবে ২৮ নভেম্বর (সরকারি ছুটি ও শুক্র-শনিবার ছাড়া) পর্যন্ত।
ফরমের দাম ২০০ টাকা। বাংলা মাধ্যমে কেজি শ্রেণীর (ছাত্র-ছাত্রী) প্রভাতি শাখার সাক্ষাৎকার নেওয়া হবে ৭ ডিসেম্বর সকাল সাড়ে আটটায়, লটারি হবে ১৩ ডিসেম্বর সকাল ১০টায়। তৃতীয় শ্রেণী (ছাত্র-ছাত্রী), ৬ষ্ঠ (ছাত্র-ছাত্রী), সপ্তম (ছাত্র) ও অষ্টম শ্রেণীর (ছাত্র) ভর্তি পরীক্ষা হবে ৬ ডিসেম্বর সকাল ৯টায়। নবম শ্রেণীতে পরীক্ষা হবে না, ছাত্রছাত্রী ভর্তি করা হবে জিপিএর ভিত্তিতে। ন্যূনতম জিপিএ বিজ্ঞান ৪.২৫ ও ব্যবসায় শিক্ষা ৩.৭৫।
ইংরেজি ভার্সনে প্লে ও কেজি (ছাত্র-ছাত্রী) শ্রেণীতে প্রাথমিক সাক্ষাৎকার নেওয়া হবে যথাক্রমে ৯টায় ও ১১টায়। লটারি হবে ১৩ ডিসেম্বর যথাক্রমে ১১টায় ও ১০টায়। ৬ষ্ঠ শ্রেণীতে (ছাত্র-ছাত্রী) ভর্তি পরীক্ষা হবে ৬ ডিসেম্বর সকাল ৯টায়। বিস্তারিত তথ্য ওয়েবসাইট www.noormohammadcollege.ac.bd এবং  বিজিবি ৪ নং গেট সংলগ্ন তথ্যকেন্দ্রে পাওয়া যাবে।

 

বিএএফ শাহীন কলেজ
ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয়টি। বিভিন্ন শ্রেণীতে শুরু হয়ে গেছে ভর্তি কার্যক্রম। ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে ৯ নভেম্বর থেকে। শেষ তারিখ ৫ ডিসেম্বর। বাংলা ভার্সনে শিশু (কেজি) শ্রেণীতে ভর্তি করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি করা হবে ইংরেজি ভার্সনের প্রথম থেকে নবম (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা) শ্রেণীতে। ফরমের দাম ২০০ টাকা। ভর্তি ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে কলেজের ওয়েবসাইটে (www.bafsk.com)।
যোগাযোগ : বিএএফ শাহীন কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা।
ফোন : ৮৭১৩৮১১, ৮৭৫২৪৬৪-৯।

 

শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ
ফরম বিতরণ শুরু হয়েছে ১৬ নভেম্বর। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ফরম জমা দেওয়ার সময়সীমা ১৭ থেকে ২৪ নভেম্বর। সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যায়। নার্সারি প্রভাতি শাখায় বাংলা ও ইংরেজি মাধ্যম এবং দিবা শাখায় শুধু বাংলা মাধ্যমে ভর্তি করা হবে। ১ জানুয়ারি ২০১৪ তারিখে বয়স ৪ বছরের উর্ধ্বে ও ৬ বছরের নিচে হতে হবে। সাক্ষাৎকারের তারিখ ও সময় প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.sagc.edu.bd) দেওয়া হবে।
কেজি ও দ্বিতীয় থেকে নবম (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) শ্রেণীতে ভর্তি করা হবে কেবল দিবা শাখায়। বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিত্র ৫.০০ থাকতে হবে। ভর্তি পরীক্ষা হবে পূর্ববতী শ্রেণীর বাংলা (৩০ নম্বর), ইংরেজি (৩০ নম্বর) ও গণিত (৪০ নম্বর) পাঠ্যবই থেকে। তবে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে জেএসসি পরীক্ষায় অবশ্যই জিপিত্র ৫.০০  পেতে হবে। এ ক্ষেত্রে পরীক্ষা হবে ইংরেজি (৩০ নম্বর), গণিত (৪০ নম্বর) ও বিজ্ঞান (৩০ নম্বর) থেকে। পরীক্ষার সময়সূচি প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে দেওয়া হবে।
ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে ছাত্রীর ২ কপি (৪ বাই ৪ সে.মি) রঙিন ছবি, জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি, সামরিক (চাকুরিরত/ অবসরপ্রাপ্ত) ও প্রতিরক্ষা খাতের কর্মরতদের সন্তানদের স্ব স্ব প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

 

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ
২০১৪ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ। বাংলা মাধ্যমে কেজি, প্রথম শ্রেণী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ইংরেজি ভার্সনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে কেজি শ্রেণীতে। ভর্তির আবেদন ফরম পাওয়া যাবে ২ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। ভিজিট করতে পারেন www.deb108362.dhakaeducationboard.gov.bd সাইটে।
যোগাযোগ : ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ৯৬৬১৯২০-৭৩ (বর্ধিত : ৪৬৬০, ৪৬৬১, ৪৬৬২)।

 

২৪ সরকারি বিদ্যালয়ের ভর্তি ফরম বিক্রি শুরু ১ ডিসেম্বর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন রাজধানীর ২৪টি সরকারি উচ্চবিদ্যালয়ের (প্রাথমিক স্তর সংযুক্তসহ) প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি ফরম বিক্রি শুরু হবে ১ ডিসেম্বর। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি হবে ১৪ ডিসেম্বর। পরে বাকি শ্রেণীগুলোতে বরাবরের মতো তিনটি গুচ্ছ করে তিন দিনে (১৯, ২০ ও ২১ ডিসেম্বর) পরীক্ষা হবে।
২৪টি সরকারি বিদ্যালয়কে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপের বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী একটি ফরম কিনতে পারবে। তিন গ্রুপের বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি ফরম কিনতে পারবে। ‘এ’ গ্রুপের আটটি বিদ্যালয়ে ১৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। ‘বি’ গ্রুপের বিদ্যালয়ে ১৫ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। আর প্রথম শ্রেণীতে ভর্তির লটারির ড্র হবে ২৭ ডিসেম্বর। ওই দিনই ফল ঘোষণা করা হবে।
২৪টি সরকারি স্কুলের মধ্যে ১৩টি স্কুলে প্রথম শ্রেণী রয়েছে। প্রথম শ্রেণী রয়েছে এমন বিদ্যালয়গুলো হচ্ছে ‘ক’ গ্রুপের ৩টি স্কুল- গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। ‘খ’ গ্রুপের  ৬টি স্কুল হচ্ছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। ‘গ’ গ্রুপের স্কুল ৪টি হচ্ছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়।
দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তি : দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য রাজধানীর ২৪টি স্কুলকে আগের মতোই ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৮টি স্কুল রয়েছে।
এ গ্রুপের স্কুলগুলো হচ্ছে : গভ. ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালযয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়।
বি গ্রুপের স্কুলগুলো হচ্ছে : মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, গভ. মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়।
সি গ্রুপের স্কুলগুলো হচ্ছে : ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, টিকাটুলী কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় ও মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*