খেলাধুলায় বারণ নেই, বরং খেলার ফাঁকে চলে পড়ালেখা! কি, বিশ্বাস হচ্ছে না? বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান- বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলে এমন স্বাধীনতা পাবে তুমিও
সানজিদ আসাদ :::
তোমরা অনেকেই ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, মারকুটে ব্যাটসম্যান নাসির হোসেনের দারুণ ফ্যান। এঁরা সবাই কিন্তু বিকেএসপির ছাত্র। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, আবদুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, নাজমুল হোসেন, শাহাদাত হোসেনসহ অনেক খ্যাতিমান ক্রিকেটার উঠে এসেছেন ক্রীড়া শিক্ষার এই বিদ্যাপীঠ থেকেই। দেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য ক্ষেত্রেও এ প্রতিষ্ঠান রেখে চলেছে অনন্য অবদান। কমনওয়েলথ গেমসে শুটিংয়ে স্বর্ণপদক জয়ী আসিফ হোসেন খান, খ্যাতিমান হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাতীয় ফুটবলার জাহিদ ও এমিলি বিকেএসপির সাবেক ছাত্র। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান- বিকেএসপিতে ভর্তির সুযোগ পেতে পারো তুমিও। এবার শুরু হয়ে গেছে ভর্তি কার্যক্রম।
ভর্তির শ্রেণী ও বিষয়
২০১৪ শিক্ষাবর্ষে শুরু হয়ে গেছে ভর্তি কার্যক্রম। ১৩ জানুয়ারি শুরু হয়ে প্রাথমিক বাছাই চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ১৪টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। ছেলেমেয়ে উভয়েরই আবেদনের সুযোগ রয়েছে ক্রিকেট, আরচারি, শুটিং, সাঁতার, জুডো, টেনিস, অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস- এ আটটি বিষয়ে। বাস্কেটবল, বক্সিং, ফুটবল, হকি, তায়কোয়ানদো ও উশু বিভাগে কেবল ছেলেরাই আবেদনের সুযোগ পাবে। ক্রিকেট, আরচারি, শুটিং, ফুটবল, অ্যাথলেটিকস এবং হকি বিভাগে কেবল সপ্তম শ্রেণীতে পড়ুয়ারাই আবেদন করতে পারবে। সাঁতার, বক্সিং, টেনিসে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী এবং জিমন্যাস্টিকসে চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে। জুডো, তায়কোয়ানদো ও উশু বিভাগে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এবং বাস্কেটবলে ভর্তি করা হবে অষ্টম ও নবম শ্রেণীতে।
প্রাথমিক বাছাই
বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমো জানান, বিকেএসপিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করা হয়। এগুলো হলো- প্রাথমিক বাছাই, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং চূড়ান্ত নির্বাচন।
ক্রিকেট বিভাগে পরীক্ষা হবে দুই দিন- ১৩ ও ১৪ জানুয়ারি। আরচারি, শুটিং, সাঁতার বিভাগে পরীক্ষা হবে ১৪ জানুয়ারি। বাস্কেটবল, বক্সিং, ফুটবল, জুডো, টেনিস বিভাগে পরীক্ষা হবে ১৫ জানুয়ারি। শেষ দিন ১৬ জানুয়ারি হবে অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, হকি, তায়কোয়ানদো ও উশু বিভাগের পরীক্ষা।
প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার জন্য সকাল সাড়ে ৮টার মধ্যে সাভারের আশুলিয়ার জিরানীতে অবস্থিত ঢাকা বিকেএসপিতে উপস্থিত হতে হবে। সঙ্গে নিতে হবে পাসপোর্ট আকারের দুই কপি রঙিন ছবি। অফিস থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করে তা পূরণ করতে হবে।
বয়স নির্ধারণ ও শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য নেওয়া হবে ডাক্তারি ও ফিটনেস পরীক্ষা। তারপর অংশ নিতে হবে নিজ নিজ খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায়। মেডিক্যাল ও ফিটনেস টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই কেবল ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রাথমিক বাছাইয়ের দিন প্রার্থীকে সঙ্গে আনতে হবে ক্রীড়া সরঞ্জাম ও পোশাক।
ব্যবহারিক ও লিখিত পরীক্ষা
ব্যবহারিক পরীক্ষায় নিজ নিজ খেলায় খেলোয়াড়দের দক্ষতা দেখে বিকেএসপির নির্বাচকরা প্রাথমিকভাবে কিছু শিক্ষার্থীকে নির্বাচন করবেন। তারপর বিকেএসপির প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজন করা হবে পাঁচ দিনের প্রশিক্ষণ ক্যাম্প। শামীমা সাত্তার মিমো জানান, প্রশিক্ষণ ক্যাম্প শেষে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৬০ নম্বর ব্যবহারিক এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষায় খুঁটিনাটি বিভিন্ন বিষয় দেখেন প্রশিক্ষকরা। যেমন ক্রিকেটে ভর্তির ক্ষেত্রে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিনটি দিকই দেখা হয়। লিখিত পরীক্ষায় সর্বশেষ শ্রেণীর সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত থেকে প্রশ্ন করা হয়।
একসঙ্গে খেলা আর পড়া
চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ঢাকা বিকেএসপির পাশাপাশি দিনাজপুর বিকেএসপিতে ক্রিকেট, ফুটবল ও সাঁতার, খুলনা বিকেএসপিতে ফুটবল এবং চট্টগ্রাম বিকেএসপিতে উশু ও তায়কোয়ানদো পরিচালিত হবে। আবাসিক এ প্রতিষ্ঠানে সকাল ৭টা থেকে ৯টা আর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে খেলাধুলার প্রশিক্ষণ। সকাল সাড়ে ৯টা থেকে ১টা ও সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে প্রাতিষ্ঠানিক পড়াশোনা। প্রশিক্ষণ দেন দেশি-বিদেশি প্রশিক্ষকরা। আরো তথ্যের জন্য যোগাযোগ করতে পারো বিকেএসপি কার্যালয়ে। ঠিকানা : জিরানী, সাভার, ঢাকা।
ফোন : ৭৭৮৯২১৫-৬, ৭৭৮৯২১৮-৯, ০১৯৩৫১১৭২৩৯, ০১৭১২০০৭০৩৮, ০১৭১৩২৪৬০৪০, ওয়েব : www.bksp-bd.org