প্রচ্ছদ > শিক্ষা > ভর্তি বিজ্ঞপ্তি > এমফিল ও পিএইচডিতে ভর্তি
এমফিল ও পিএইচডিতে ভর্তি

এমফিল ও পিএইচডিতে ভর্তি

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলছে এমফিল ও পিএইচডিতে ভর্তি কার্যক্রম। দরকারি তথ্য নিয়ে এ আয়োজন। জানাচ্ছেন এম. ফরহাদ হোসেন

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়

এম.ফিল ও পিএইচডি কোর্সে ভর্তি শুরু করেছে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট। দুই বছর মেয়াদী এমফিল কোর্সে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীায় দ্বিতীয় বিভাগ বা জিপিএ ৩.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে একটিতে ৫৫% নম্বর বা সিজিপিএ ৩.২৫ ও অন্যটিতে কমপক্ষে ৫০% নম্বর বা সিজিপিএ ৩.০০ থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে শর্ত পূরণ না হলে স্বীকৃত কোনো গবেষণা জার্নালে কমপক্ষে দুইটি প্রকাশনাসহ স্নাতক পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিকতা অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানে ৪ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
তিন বছর মেয়াদি পিএইচডি কোর্সে ভর্তির জন্য এমফিল ডিগ্রি থাকতে হবে।
আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা যাবে। ৩১ মার্চ ২০১৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট বিভাগে। ওয়েবসাইটেও (www.ru.ac.bd) পাওয়া যাবে দরকারি তথ্য।

 

বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস

এমফিলে ভর্তির জন্য এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ, শ্রেণী বা পাঁচ পয়েন্ট স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ ও চার পয়েন্ট স্কেলে জিপিএ ৩.০০ থাকতে হবে। সঙ্গে থাকতে হবে ন্যূনতম দুই বছরের শিক্ষকতা বা গবেষণা অথবা পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। জার্নালে কমপক্ষে দুটি লেখা থাকতে হবে। পিএইচডিতে ভর্তির জন্য থাকতে হবে এমফিল ডিগ্রিসহ ন্যূনতম দুই বছরের শিক্ষকতা বা গবেষণা অথবা পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী বা পাঁচ পয়েন্ট স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ ও চার পয়েন্ট স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। সঙ্গে থাকতে হবে ন্যূনতম পাঁচ বছরের শিক্ষকতা বা গবেষণা অথবা আট বছরের কাজের অভিজ্ঞতা। আবেদন করা যাবে ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত। আবেদন ফরম ডাউনলোড করতে হবে www.bup.edu.bd এই ওয়েবসাইট থেকে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়

আর্টস, সোস্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং বিজনেস স্টাডিজ- এই পাঁচটি অনুষদে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি করা হবে। আবেদন ফরম পাওয়া যাবে ২৫ মার্চ পর্যন্ত।
এমফিলে ভর্তির জন্য সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় আলাদাভাবে থাকতে হবে ন্যূনতম ৫০% নম্বর। তবে স্নাতক পাস কোর্সের ছাত্রছাত্রীদের বেলায় উভয় ক্ষেত্রে থাকতে হবে কমপক্ষে ৬০% নম্বর। অনার্স ও মাস্টার্স পর্যায়ে প্রথম শ্রেণী থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
পিএইচডি কোর্সে ভর্তির জন্য থাকতে হবে এমফিল বা এমএস বা সমমানের ডিগ্রি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষকরা পিএইচডি ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ভর্তি ফরম পাওয়া যাবে সংশ্লিষ্ট অনুষদের এমফিল ও পিএইচডি শাখায়। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ ২০১৪। ভর্তি পরীক্ষা এবং ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd)।

Comments

comments

Comments are closed.