ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, টেনিস, বাস্কেটবলসহ খেলাধুলার নানা বিষয় নিয়ে পড়াশোনা করা যায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপিতে। সরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানটিই যে খেলাধুলার! আর এবার এতে ভর্তির সুযোগ স্নাতক বি-স্পোর্টস কোর্সে। চলছে ভর্তি প্রক্রিয়া। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ ২০১৪।
আবেদনের যোগ্যতা
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে তিন বছরমেয়াদি ডিগ্রি (পাস) কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। আবেদন করতে পারবে ২০১১, ২০১২ ও ২০১৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব বিভাগের ছাত্রছাত্রীরা। ছেলেদের থাকতে হবে ফুটবল, হকি, ক্রিকেট, অ্যাথলেটিক্স, জিমন্যাস্পি, টেনিস, সাঁতার, বাস্কেটবল, বক্সিং, শুটিং বিষয়ের যেকোনো একটিতে জাতীয়, বিভাগীয় বা জেলা পর্যায়ে অংশ নেওয়ার অভিজ্ঞতা। মেয়েদের এ অভিজ্ঞতা থাকতে হবে অ্যাথলেটিক্স, জিমন্যাস্পি, টেনিস, সাঁতার, শুটিং বা ক্রিকেটে।
আবেদনের নিয়ম
বিকেএসপির অধ্যক্ষ আইনুন নাহার জানান, আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৫০ টাকায় আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিকেএসপির জিরানী, সাভার কার্যালয় থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ ২০১৪।
আবেদনপত্রের সঙ্গে লাগবে
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার মার্কশিট ও প্রশংসাপত্রের ফটোকপি।
যা পড়ানো হবে
ডিগ্রি বি-স্পোর্টস কোর্সে বাংলা, ইংরেজি এবং ক্রীড়াবিজ্ঞানসহ যেকোনো একটি খেলার বিষয় আবশ্যিক হিসেবে নিতে হবে। এ ছাড়া দর্শন বা ভূগোল, ইতিহাস, অর্থনীতি, ইসলামী শিক্ষা- এ বিষয়গুলো থেকে চার পত্রের যেকোনো দুটি বিষয় নিতে হবে।
বাছাই পরীক্ষা
আবেদনকারীর স্বাস্থ্য ও প্রাথমিক ক্রীড়ামেধা যাচাই পরীক্ষা হবে ৬ এপ্রিল ২০১৪ ঢাকার সাভারের বিকেএসপি কেন্দ্রে। আবেদনকারীকে ওই দিন সকাল সাড়ে ৮টার মধ্যে উপস্থিত হতে হবে। সঙ্গে আনতে হবে সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম। নির্বাচিত প্রার্থীদের তালিকা ১০ এপ্রিল ২০১৪ বিকেএসপি ঢাকা কেন্দ্রের নোটিশ বোর্ডে দেওয়া হবে। জানিয়ে দেওয়া হবে ভর্তি ফরমে দেওয়া মোবাইল নম্বরেও।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জানা যাবে বিকেএসপি সাভারের কলেজ শাখা থেকে।