রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কার্যক্রম বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম জানিয়েছেন।
শেকৃবির তিনটি অনুষদে ৫০০ আসন রয়েছে। এরমধ্যে কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের জন্য ৭৫টি আসন বরাদ্দ রয়েছে।