অনুমোদিত নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আসন্ন শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি থেকে এই কলেজগুলোতে ক্লাস শুরু হবে। চলতি বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার সঙ্গেই এ কলেজগুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে।
অনুমোদিত এই কলেজগুলো হচ্ছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী সরকারি মেডিকেল কলেজ, জামালপুর সরকারি মেডিকেল কলেজ, টাঙ্গাইল সরকারি মেডিকেল কলেজ, পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ, মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করেছেন।
