নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগামী ২০ নভেম্বর রাত ১২টা পরযন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। একই সঙ্গে পরিবর্তন করা হয়েছে পরীক্ষার সময়সূচিও।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুর হকের স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর শুক্রবার, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২.০০টা পর্যএন্ত। ‘সি’ গ্রুপের পরীক্ষা নেয়া হবে একই দিন বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত।
১৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে ‘বি’ ও ‘ডি’ গ্রুপের পরীক্ষা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যিন্ত ‘বি’ গ্রুপের এবং বেলা তিনটা থেকে চারটা পর্য্ন্ত ‘ডি’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) অথবা ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে ফোন করে।