সময় : ৪০ মিনিট, পূর্ণমান : ৪০
[ প্রতিটি প্রশ্নের মান ১। ]
১। যৌবনের ধর্ম কী?
ক. রক্ষণশীলতা খ. কুসংস্কারাচ্ছন্নতা
গ. ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা ঘ. প্রগতিশীলতা
২। তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল?
ক. হাইকোর্টের মোড়ে খ. শহীদ মিনার চত্বরে
গ. বটতলার মোড়ে ঘ. কার্জন হলের গেটে
৩। ‘হৈমন্তী’ গল্পে উল্লিখিত ‘মার্টিনো’ কে?
ক. জার্মান লেখক খ. আমেরিকান লেখক
গ. ইংরেজ লেখক ঘ. ফরাসি লেখক
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কী?
ক. সবুজপত্র খ. সংবাদ প্রভাকর
গ. বঙ্গদর্শন ঘ. ভারত
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আলো : বাবা, আমার ফিরতে দেরি হবে। খাবার হটপটে রেখে গেলাম। সময়মতো খেয়ে নিও।
বাবা : ঠিক আছে। চিনির কৌটাটা কোথায় রে মা?
আলো : ওটা আমি সরিয়ে রেখেছি। চিনি পেলে তুমি সারা দিন তিন কাপ চায়ে ছয় চামচ চিনি খাবে।
বাবা : দেখিস তোর লুকানো চিনির কৌটার মতো আমিও না কোন দিন হারিয়ে যাই।
৫। হৈমন্তী ও তার বাবার কথোপকথনের সঙ্গে সংলাপগুলোর সাদৃশ্য আছে-
i. ভাবে ii. সাহিত্য ধরনে
iii. ভাষাশৈলীতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। ‘হৈমন্তী’ গল্পের পিতা-পুত্রীর কোন বিষয়টি সংলাপগুলোর মূল ভাবের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ?
ক. সম্পর্কের গভীরতা খ. উদার মনোভাব
গ. চিন্তার স্বাধীনতা ঘ. বাকপটুতা
৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
ক. বিসর্জন খ. ডাকঘর
গ. বসন্ত ঘ. রক্তকরবী
৮। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে কলিমদ্দি সম্পর্কে কেমন ধারণা জন্মে? তিনি-
ক. মুক্তিযোদ্ধা খ. দেশদ্রোহী
গ. দেশপ্রেমিক ঘ. পাক বাহিনীর দালাল
৯। দুর্নীতি দমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ২০০২ সালে খ. ২০০৩ সালে
গ. ২০০৪ সালে ঘ. ২০০৫ সালে
১০। তুলসী গাছটি কিসের প্রতীক?
ক. সাম্প্রদায়িকতা খ. ধর্মীয় অনুভূতি
গ. মানবপ্রেম ঘ. অস্তিত্ব-সংকট
১১। ‘বিলাসী’ গল্পে ফুটে উঠেছে তৎকালীন সমাজের-
ক. বাল্যবিবাহ খ. বহুবিবাহ
গ. বর্ণবৈষম্য ঘ. উচ্চাভিলাষিতা
১২। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কোন দিকটি ফুটে উঠেছে?
ক. নারী মুক্তি খ. পর্দাপ্রথা
গ. নারী অধিকার ঘ. মানসিক দাসত্ব
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ময়নাতলীর গাঁয়ে এসে ছাউনি ফেলার পর পাক সেনারা কুদ্দুস মিয়াকে ডেকে নেয় একজন নির্ভরযোগ্য লোক হিসেবে। তার কাছেই তারা মুক্তিবাহিনীর বিভিন্ন খবর জানতে চায়। অথচ কুদ্দুস কৌশলে পাক সেনাদের বিভিন্ন তথ্য মুক্তিবাহিনীকে জানিয়ে দেন।
১৩। ‘কলিমদ্দি দফাদার’ গল্পের চরিত্রের সঙ্গে কুদ্দুস মিয়ার মিল আছে। তিনি মূলত কাদের পক্ষে কাজ করেন?
i. মুক্তিকামী মানুষের পক্ষে ii. খান সেনাদের পক্ষে
iii. মুক্তিবাহিনীর পক্ষে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। উদ্দিষ্ট চরিত্রটি ‘কলিমদ্দি দফাদার’ গল্পে মুক্তিবাহিনীকে সহায়তা করেছে-
i. অগোচরে ii. গোপনে
iii. পরোক্ষভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। ‘টেক’ কী?
ক. উঁচু পাহাড় খ. উঁচু পর্বত
গ. উঁচু টিলা ঘ. সমতল ভূমি
১৬। সর্বপ্রথম কোথায় এইডস রোগী শনাক্ত করা হয়?
ক. বেইজিং খ. লন্ডন
গ. প্যারিসে ঘ. নিউ ইয়র্কে
১৭। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে সূত্রধর হলো-
ক. তাঁতি খ. ছুতার
গ. কুমার ঘ. মালি
১৮। শিক্ষার উৎস কী?
ক. খেলার মাঠ খ. কবিতা
গ. সংবাদপত্র ঘ. রামায়ণ
১৯। কমলাকান্ত কী দেখে উকিলকে চিনল?
ক. কালো কোট খ. কালো টুপি
গ. ময়লা প্যান্ট ঘ. মোটা চেন
২০। ‘কৃতবিদ্যা’ শব্দটির অর্থ কী?
ক. বাণী খ. বিদ্বান
গ. ছাত্র ঘ. বিদ্যাশিক্ষা
২১। সাপুড়েদের সবচেয়ে লাভজনক ব্যবসা কী?
ক. সাপ ধরা খ. শিকড় বিক্রি করা
গ. কবজ বিক্রি করা ঘ. চুড়ি বিক্রি করা
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বিয়ের আগে রক্ষণশীল ছিলেন আয়েশা বেগম। বিয়ের পর তার আধুনিক ও বিত্তবান স্বামী তাকে আধুনিক পোশাক পরার পরামর্শ দেন। আয়েশা ঠিক তা-ই করেন।
২২। উদ্দীপকের আয়েশা বেগমের অবস্থা ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন উক্তিটির সঙ্গে মিলে যায়?
ক. আবশ্যক হইলে কোন্দলও চলে
খ. তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে
গ. তাহারা যে জড়পদার্থ, সেই জড়পদার্থই আছেন
ঘ. অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে
২৩। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের যে দিকটি অনুচ্ছেদে ফুটে উঠেছে তা হলো-
ক. নারী মুক্তি খ. পর্দাপ্রথা
গ. নারী অধিকার ঘ. মানসিক দাসত্ব
২৪। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের লেখক শিক্ষা ও সাহিত্যের মধ্যে কয়টি পার্থক্য দেখিয়েছেন?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা
সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা
আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি
খোকা তুই কবে আসবি?
কবে ছুটি?
২৫। উদ্দীপকে ‘একুশের গল্প’-এর কোন দিকটি ফুটে উঠেছে?
ক. প্রেক্ষাপট খ. ছাত্রজীবন
গ. কাহিনী ঘ. লেখকের মনোভাব
২৬। উদ্দীপকটির তাৎপর্য হলো-
ক. ভাষা আন্দোলনের সংগ্রামমুখর দিনের প্রকাশ
খ. মা-ছেলের মধ্যকার সম্পর্কের গভীরতা
গ. ছাত্রজীবনের বিশেষ একটি দিকের প্রকাশ
ঘ. মানবজীবনের গুরুত্বপূর্ণ একটি দিকের প্রকাশ
২৭। ‘বাংলাদেশ’ কবিতায় ‘বহু মিশ্র প্রাণের সংসার’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. বাঙালির ধর্ম-বর্ণ খ. বাঙালির প্রাণের অস্তিত্ব
গ. একই অঞ্চলে বসবাস ঘ. সাম্প্রদায়িক সম্প্রীতি
২৮। ‘কবর’ কবিতায় বৃদ্ধের পুত্র কোন মাসে মারা যায়?
ক. শ্রাবণ খ. আষাঢ়
গ. পৌষ ঘ. ফাল্গুন
২৯। ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় ছেলের মৃত্যুর কথা বলার সময় পিতার কণ্ঠস্বর কেমন ছিল?
ক. কর্কশ খ. শীতল
গ. নিস্পৃহ ঘ. আবেগপূর্ণ
৩০। ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কোন অলংকারের প্রয়োগ বেশি দেখা যায়?
ক. উপমা খ.উৎপ্রেক্ষা
গ. রূপক ঘ. চিত্রকল্প
৩১। মধ্যযুগের বৈষ্ণব কবিতার অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে কোন কবিতায়?
ক. তাহারেই পড়ে মনে খ. বাংলাদেশ
গ. আমার পূর্ব বাংলা ঘ. একটি ফটোগ্রাফ
অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেশের সংকটময় অবস্থা থেকে জাতিকে উত্তরণের সময় এসেছে। নতুন শক্তি ও নতুন উদ্যমে জাতিকে এগিয়ে যেতে হবে ভবিষ্যৎ সমৃদ্ধির পথে। তবেই জাতীয় জীবনের সংকট নিরসন হবে।
৩২। ‘পাঞ্জেরি’ কোন ধরনের কবিতা?
ক. রূপক খ. বন্দনামূলক
গ. স্বদেশমূলক ঘ. গীতিমূলক
৩৩। ‘অসীম কুয়াশা’ বলতে ‘পাঞ্জেরি’ কবিতায় বোঝানো হয়েছে-
ক. জাতীয়তাবাদ খ. জাতীয় জীবনের অচলাবস্থা
গ. অন্ধকারময় অবস্থা ঘ. জাতির সম্ভাবনা
৩৪। ‘শপথের কোলাহল’ বলতে ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি বোঝাতে চেয়েছেন-
ক. তারুণ্যের কোলাহলকে খ. তারুণ্যের অগ্রযাত্রাকে
গ. নিত্যনতুন সৃষ্টির উল্লাসকে ঘ. এ বয়সের স্বপ্নচারিতাকে
৩৫। কবি শামসুর রাহমান প্রায় এক দশক কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. দৈনিক বাংলা খ. বাংলার বাণী
গ. মর্নিং নিউজ ঘ. ইত্তেফাক
৩৬। ‘কুহেলি উত্তরী তলে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কুয়াশাচ্ছন্ন মাঠ খ. কুয়াশায় ঢাকা দিগন্ত
গ. কুয়াশায় ঢাকা চাদর ঘ. কুয়াশাচ্ছন্ন সকাল
৩৭। ‘সোনার তরী’ যে অর্থে ব্যবহৃত-
i. মহাকাল ii. সোনার নৌকা
iii. ধান ও মানুষের বহনের নৌকা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i ও ii
৩৮। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৪৭ খ. ১৯৪৮
গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
৩৯। ‘একটি ফটোগ্রাফ’ কবিতার মূল বিষয় হলো-
ক. সময় ধাবমান খ. শোক ক্ষীয়মাণ
গ. মানুষের ভুলোমন ঘ. অকারণ অভিমান
৪০। মাধবী হলো-
ক. কাঁঠালচাঁপা খ. শূন্যলতা
গ. স্বর্ণলতা ঘ. বাসন্তীলতা
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. ক ৩৩. খ ৩৪. গ ৩৫. ক ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০. ঘ
সূত্র : পড়ালেখা, কালের কণ্ঠ