বহু নির্বাচনী প্রশ্ন
প্রাকৃতিক সম্পদ
১। প্রকৃতিতে সচরাচর কোন প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়?
ক. লৌহ
খ. কয়লা
গ. পানি
ঘ. চুনাপাথর
২। বিজ্ঞানীদের মতে, আগামী ১০০ বছরে ফুরিয়ে যেতে পারে-
ক. প্রাকৃতিক সম্পদ
খ. প্রাণী সম্পদ
গ. জীবাশ্ম সম্পদ
ঘ. বায়ু সম্পদ
৩। কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. বায়ু
খ. কাঠ
গ. তেল
ঘ. পানি
৪। সবুজ শক্তি হলো-
ক. গ্যাস
খ. বায়ু প্রবাহ
গ. তেল
ঘ. কয়লা
৫। কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল
খ. পানি
গ. গ্যাস
ঘ. জীবাশ্ম জ্বালানি
৬। প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. কোদাল
খ. কাস্তে
গ. পানি
ঘ. কাচ
৭। আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন বায়ু, পানি, খাদ্য ও বস্ত্র। এগুলোর উৎস কোনটি?
ক. সূর্য
খ. প্রকৃতি
গ. বায়ুমণ্ডল
ঘ. পাহাড়
৮। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ নয়?
ক. বালু খ. পানি
গ. কোদাল ঘ. বায়ু
৯। চুনাপাথর কোন ধরনের সম্পদ?
ক. জীবাশ্ম সম্পদ
খ. প্রাণী সম্পদ
গ. প্রাকৃতিক সম্পদ
ঘ. কৃত্রিম সম্পদ
১০। বাংলাদেশে পাওয়া যায় এমন প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. চুনাপাথর
খ. টিন
গ. ইউরেনিয়াম
ঘ. লৌহ
১১। পুনরায় ব্যবহারযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. কয়লা
খ. গাছ
গ. তেল
ঘ. প্রাকৃতিক গ্যাস
১২। নিচের কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ নয়?
ক. মাটি খ. পানি
গ. কয়লা ঘ. বায়ু
১৩। উপকূলীয় এলাকায় এবং বঙ্গোপসাগরের দ্বীপগুলোতে কোন শক্তি ব্যবহারের উজ্জ্বল সম্ভাবনা আছে?
ক. কয়লা
খ. প্রাকৃতিক গ্যাস
গ. তেল
ঘ. বায়ু শক্তি
১৪। সৌর শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা যায়?
ক. বিদ্যুৎ শক্তি
খ. শব্দ শক্তি
গ. যান্ত্রিক শক্তি
ঘ. পারমাণবিক শক্তি
১৫। কোনটি আহরণে অবকাঠামোগত খরচ ছাড়া অন্য কোনো খরচ লাগে না?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. চুম্বক শক্তি
গ. বায়ু শক্তি
ঘ. পারমাণবিক শক্তি
১৬। কোন ধরনের বিদ্যুতের ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না?
ক. পারমাণবিক বিদ্যুৎ
খ. সৌর বিদ্যুৎ
গ. গ্যাসভিত্তিক বিদ্যুৎ
ঘ. কয়লাভিত্তিক বিদ্যুৎ
১৭। কোথায় সৌর শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়?
ক. সৌরকোষে
খ. উইন্ডমিলে
গ. সৌর প্যানেলে
ঘ. টারবাইনে
১৮। সম্পদ সংরক্ষণ ও পরিবেশ দূষণ কমাতে কী করণীয়?
ক. উৎপাদন বন্ধ করা
খ. ক্ষতিকর পোকা মেরে ফেলা
গ. অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা
ঘ. কল-কারখানা দূরে স্থাপন করা
১৯। উইন্ডমিল বা বায়ুকল কোন কাজে ব্যবহার করা হয়?
ক. বৈদ্যুতিক বাতি জ্বালানো
খ. টিভি চালানো
গ. কম্পিউটার চালানো
ঘ. সেচ কাজে
২০। কোনটি নির্মল জ্বালানির উৎস?
ক. বায়ু খ. গাছপালা
গ. কয়লা ঘ. তেল
২১। বায়ু ও সৌর শক্তিকে ‘সবুজ শক্তি’ বলার কারণ-
ক. খরচ কম লাগে
খ. পরিবেশ দূষণ হয়
গ. পরিবেশ দূষণ হয় না
ঘ. সহজলভ্য
২২। কোনটি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্বালানির চাহিদাও বাড়ছে?
ক. মানুষের সংখ্যা
খ. যানবাহনের সংখ্যা
গ. গাছপালা
ঘ. ক ও খ
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. ঘ
পড়ালেখা বিষয়ক যেকোন পরামর্শের জন্য যোগাযোগ করো:: ইনফোপিডিয়া
সহকারী শিক্ষক
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা