প্রচ্ছদ > শিক্ষা > মডেল টেস্ট > এসএসসি মডেল টেস্ট : ফিন্যান্স ও ব্যাংকিং
এসএসসি মডেল টেস্ট : ফিন্যান্স ও ব্যাংকিং

এসএসসি মডেল টেস্ট : ফিন্যান্স ও ব্যাংকিং

পূর্ণমান: ৪০
১। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কী বলে?
ক. অব্যবসায়ী প্রতিষ্ঠান খ. সমবায় প্রতিষ্ঠান
গ. ধর্মীয় প্রতিষ্ঠান ঘ. ব্যবসায়ী প্রতিষ্ঠান
২। সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উত্স হলো—
i. আয়কর ii. আমদানি শুল্ক iii. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। অর্থায়ন ব্যবস্থাপনাকে অধিক অর্থবহ করে তোলে—
i. ব্যবসায়িক মূলধন সংকট ii. অনগ্রসর ব্যাংক ব্যবস্থা iii. জাতির আয় ও উত্পাদনমুখী বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। যুক্তরাষ্ট্রের চরম মন্দা ব্যবস্থা শুরু হয় কখন?
ক. প্রথম দশকে খ. পনেরো দশকে
গ. পঁচিশের দশকে ঘ. ত্রিশের দশকে
৫। অভ্যন্তরীণ তহবিলের উত্স কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৬। যৌথ মূলধনী ব্যবসা কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৭। গ্রাম্য মহাজনেরা ঋণের ওপর সুদ গণনা করেন—
i. দিনভিত্তিক ii. সপ্তাহভিত্তিক iii. মাসভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
জুয়েল সাহেবের বার্ষিক ১০% চক্রবৃদ্ধি হার সুদে ১২,০০০ টাকা পূবালী ব্যাংকে জমা রাখে।
৮। জুয়েলের হিসাবে ২ বছর পর কত টাকা জমা হবে?
ক. ১৪,৫২০ টাকা খ. ১৪,৯২০ টাকা
গ. ১৫,৫২০ টাকা ঘ. ১৫,৯২০ টাকা
৯। যদি বার্ষিক চক্রবৃদ্ধি হার ১২% হয়, তাহলে ৫ বছর পর জুয়েলের হিসাবে কত টাকা জমা হবে?
ক. ১৯,২৯০ খ. ২০,০১৬ গ. ২১,১৪৮ ঘ. ২২,২৭৮
১০। ঋণ নেওয়ার আগে কোনটি করা আবশ্যক?
ক. সুদের পরিমাণ নির্ধারণ করা
খ. ঋণের পরিমাণ নির্দিষ্ট করা
গ. অর্থের মূল্য নির্ধারণ
ঘ. পরিশোধ ক্ষমতা যাচাই
১১। শেয়ারবাজারে কোনটির ক্রেতা সহজে পাওয়া যায়?
ক. বোনাস শেয়ারের খ. বন্ডের
গ. ডিবেঞ্চারে ঘ. সাধারণ শেয়ারের
১২। তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয়—
i. শেয়ারহোল্ডারকে ii. বন্ডহোল্ডারকে
iii. ডিবেঞ্চারহোল্ডারকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ব্যবসায়ের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি কোনটি?
ক. কাঁচামাল খ. নগদ টাকা
গ. ফ্যাক্টরি বিল্ডিং ঘ. ঋণের টাকা
১৪। নিট মুনাফার সঙ্গে অবচয় যোগ করলে কী পাওয়া যায়?
ক. নগদ আন্তপ্রবাহ খ. ক্রমযোজিত নগদ প্রবাহ
গ. পরিচালন নগদ প্রবাহ ঘ. নগদ বহিঃপ্রবাহ
১৫। কোন উত্স থেকে প্রতিষ্ঠানে আন্তনগর প্রবাহ ঘটে?
ক. বিক্রয় খ. নিট মুনাফা গ. গড় বিনিয়োগ ঘ. ক্রয়
১৬. প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক. গড় মুনাফার হার খ. পে-ব্যাক
গ. ক্রমযোজিত নগদ প্রবাহ ঘ. নিট বর্তমান মূল্য
১৭. অর্থায়নের বিভিন্ন উেসর জন্য প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
ক. মূলধন বাজেটিং খ. মূলধন-কাঠামো
গ. উপরি ব্যয় ঘ. মূলধন ব্যয়
১৮। কোম্পানির অর্থায়নের অন্যতম উত্স কোনটি?
ক. বিনিয়োগ ব্যাংক খ. শেয়ার
গ. সংরক্ষিত আয় ঘ. সরকারি তহবিল
১৯। মূলধন ব্যয়ের প্রয়োজন হয়—
i. মূলধন-কাঠামো নির্ধারণে ii. প্রকল্প মূল্যায়নে
iii. মূলধনের উত্স বাছাইয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ঝুঁকিবহুল বিনিয়োগের কোনটি বেশি থাকে?
ক. আয় খ. ব্যয় গ. ক্ষতি ঘ. উপরি ব্যয়
২১। কোম্পানির ঋণদাতা হিসেবে কারা গণ্য হয়?
ক. সাধারণ শেয়ারমালিকেরা
খ. অগ্রাধিকার শেয়ারমালিকেরা
গ. বন্ডমালিকেরা ঘ. ডিবেঞ্চারমালিকেরা
২২। শেয়ারমালিকদের প্রাপ্য হলো কোম্পানির—
i. লাভ ii. মুনাফা iii. সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। বর্তমানে কোন ধরনের মুদ্রার সীমিত প্রচলন রয়েছে?
ক. কাগজি মুদ্রা খ. কড়ি গ. স্বর্ণ ঘ. ধাতব মুদ্রা
২৪। ব্যাংকের কার্যাবলি বিস্তৃত ধারণাকে কী বলে?
ক. ব্যাংকার খ. ব্যাংকিং
গ. ব্যাংক নীতিমালা ঘ. ব্যাংক ব্যবস্থাপনা
২৫। বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
২৬। সঞ্চয়ী আমানতে সুদের পরিমাণ কত?
ক. ৫% খ. প্রায় ৭% গ. ৯% ঘ. প্রায় ১৩%
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের সাতজন প্রতিষ্ঠিত ও সুখী সমাজের ব্যক্তি একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ব্যাংকটি কোন জায়গায় স্থাপন করলে জনগণকে বেশি সেবা প্রদানের সঙ্গে সঙ্গে অধিক মুনাফা অর্জন করা যাবে, তা নিয়ে তাঁরা খুবই চিন্তিত। অবশেষে যেকোনো শিল্প ও বাণিজ্যকেন্দ্রে স্থাপনের সিদ্ধান্ত নিলেন।
২৭। উদ্দীপকের উদ্যোক্তারা ব্যাংকের কোন নীতি নিয়ে চিন্তিত?
ক. সচ্ছলতার নীতি খ. অবস্থানের নীতি
গ. সেবার নীতি ঘ. সুষ্ঠু বিনিয়োগের নীতি
২৮। তাঁরা কোন দৃষ্টিকোণ থেকে শিল্প ও বাণিজ্যকেন্দ্রে ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিলেন?
ক. প্রাকৃতিক খ. সামাজিক
গ. ব্যবসায়িক ঘ. রাজনৈতিক
২৯। জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য?
ক. পরোক্ষ খ. পরিকল্পিত গ. নির্দিষ্ট ঘ. প্রত্যক্ষ
৩০। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন সুযোগটির সৃষ্টি হয়?
ক. আমানত নিয়ন্ত্রণের
খ. কর্মসংস্থানের
গ. ঋণ নিয়ন্ত্রণের ঘ. মুনাফা অর্জনের
৩১। ব্যাংকের সেবাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
৩২। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উত্সগুলো হলো—
i. আমানত ii. ধার গ্রহণ iii. সংরক্ষিত তহবিলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। স্বল্প পরিমাণ লেনদেনের গ্রাহক কোন হিসাব খোলে?
ক. মেয়াদি আমানত হিসাব খ. সঞ্চয়ী হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. চলতি হিসাব
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রংপুরের মি. জামিল নিজস্ব পুঁজি নিয়ে একটি পাইকারী ব্যবসায় স্থাপন করেন। তিনি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপকের পরামর্শ নিয়ে একটি উপযুক্ত ব্যাংক হিসাব খোলেন।
৩৪. জামিলের জন্য উপযুক্ত ব্যাংক হিসাব কোনটি?
ক. বিমা সঞ্চয়ী হিসাব খ. সঞ্চয়ী হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. চলতি হিসাব
৩৫। মি. জামিল তাঁর ব্যাংক হিসাব থেকে যে ধরনের সুবিধা পাবেন, তা হলো—
i. ব্যাংক চলাকালীন যতবার ইচ্ছা টাকা ওঠাতে পারবেন ii. জমাকৃত অর্থের জন্য সুদ পাবেন
iii. জমাতিরিক্ত ঋণ নিতে পারবেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. একটি আদর্শ চেকের বৈশিষ্ট্য হলো—
i. সঠিক স্বাক্ষর থাকবে ii. প্রাপকের ঠিকানা থাকবে iii. সঠিক তারিখ থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. গ্রাহকের ওপর আদালত গারনিশি অর্ডার জারি করলে ব্যাংকের করণীয় কী?
ক. গ্রাহকের নিকট থেকে ক্ষতিপূরণ দাবি করা
খ. হিসাব বন্ধ করে দেওয়া
গ. নতুন হিসাব খোলার নির্দেশ দেওয়া
ঘ. আংশিক লেনদেন চালু রাখা
৩৮। যেকোনো দেশের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা হচ্ছে—
i. অর্থনীতিতে প্রাণ সঞ্চার ii. ব্যবসা-বাণিজ্যের প্রসার iii. কৃষি ও শিল্পের প্রসার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯। কোন কোম্পানি শেয়ারবাজারে তার শেয়ার বিক্রি করতে পারবে না।
ক. যৌথ মূলধনী কোম্পানি খ. পাবলিক লিঃ কোম্পানি গ. প্রাইভেট লিঃ কোম্পানি
ঘ. কোম্পানি ব্যবসায়
৪০। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে?
ক. যে সুদ চক্রাকারে গ্রহণ করা হয়
খ. সুদ-আসলের ওপর যে সুদ প্রদান করা হয়
গ. ভবিষ্যত্ মূল্যের সুদ ঘ. বর্তমান মূল্যের সুদ।

উত্তর:: ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. ঘ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. খ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. গ ৪০. খ।

সূত্র: প্রথম আলো

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*