১। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর কে রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন?
ক. জিয়াউর রহমান
খ. খন্দকার মোশতাক
গ. খালেদ মোশাররফ
ঘ. এ এস এম সায়েম
২। বাংলাদেশ সরকারের কোন সংস্থাটি সার্বভৌম হিসেবে বিবেচিত?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. সচিবালয়
৩। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীটি সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়?
ক. পঞ্চম সংশোধনী
খ. সপ্তম সংশোধনী
গ. ১৩তম সংশোধনী
ঘ. সবগুলো
৪। খন্দকার মোশতাক আহমেদের পর কে বাংলাদেশের রাষ্ট্রপতি হন?
ক. জিয়াউর রহমান
খ. এইচ এম এরশাদ
গ. খালেদ মোশাররফ
ঘ. এ এস এম সায়েম
৫। মেজর জিয়াউর রহমানের পূর্বে সেনাবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
ক. খন্দকার মোশতাক
খ. খালেদ মোশাররফ
গ. কে এম শফিউল্লাহ
ঘ. এম এ জি ওসমানী
৬। খন্দকার মোশতাক আহমেদ কখন দায়মুক্তি অধ্যাদেশ পাস করেন?
ক. ২২ সেপ্টেম্বর খ. ২৪ সেপ্টেম্বর
গ. ৩১ আগস্ট ঘ. ২৬ সেপ্টেম্বর
৭। ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন কে?
ক. খন্দকার মোশতাক
খ. খালেদ মোশাররফ
গ. কে এম শফিউল্লাহ
ঘ. এম এ জি ওসমানী
৮। খন্দকার মোশতাক আহমেদ কখন রাষ্ট্রপতি পদ ত্যাগ করেন?
ক. ৩ নভেম্বর
খ. ৫ নভেম্বর
গ. ৭ নভেম্বর
ঘ. ১৫ নভেম্বর
৯। উন্নত অর্থনীতির দেশের বৈশিষ্ট্য হলো-
১. শক্তিশালী অবকাঠামো
২. পর্যাপ্ত বিনিয়োগ করা
৩. রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা
ক. i, ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। কর রাজস্বগত সরকারের আয়ের উৎসগুলো হলো-
১. আবগারী শুল্ক
২. আয়কর
৩. মূল্য সংযোজন কর
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি হলো-
১. বাণিজ্যিক ব্যাংক পরিচালনা নীতি প্রণয়ন করা
২. বাণিজ্যিক ব্যাংকের আমানত/জামানত সংরক্ষণ করা
৩. দেশের মুদ্রা ও করনীতি প্রণয়ন করা
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। আমানতের বিভিন্ন প্রকার হলো-
১. চলতি আমানত
২. স্থায়ী আমানত
৩. সঞ্চয়ী আমানত
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান হলো-
১. ভৌগোলিক অবস্থান
২. বৈস্মিক উষ্ণায়ন
৩. আবহাওয়া-জলবায়ু
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। বাংলাদেশের নারী শিক্ষায় সাম্প্রতিক অগ্রগতির কারণ হলো-
১. বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
২. মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা
৩. মেয়েদের উপবৃত্তি কার্যক্রমের প্রসার
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. খ
১। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়-
ক. ১৯৬২ সালে
খ. ১৮৬৫ সালে
গ. ১৯৬৬ সালে
ঘ. ১৯৬৯ সালে
২। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য কয়টি আসন বরাদ্দ ছিল?
ক. ১৬৭ খ. ১৬৯
গ. ২৮৮ ঘ. ৩১৩
৩। আইয়ুব খান পদত্যাগ করার পর কে পাকিস্তানের প্রেসিডেন্ট হন?
ক. জুলফিকার আলী ভুট্টো
খ. ইয়াহিয়া খান
গ. গোলাম মোহাম্মদ
ঘ. ইস্কান্দার মির্জা
৪। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পায়?
ক. ১৬৭ খ. ১৬৯
গ. ২৮৮ ঘ. ৩১৩
৫। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল?
ক. ৪.৬৪ কোটি
খ. ৫.৬৪ কোটি
গ. ৬.৬৪ কোটি
ঘ. ৫.৪৬ কোটি
৬। ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পায়?
ক. ১৬৭ খ. ১৬৯
গ. ২৮৮ ঘ. ৩১৩
৭। পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল একচ্ছত্র বিজয় লাভ করে?
ক. মুসলিম লীগ
খ. পিপলস পার্টি
গ. আওয়ামী লীগ
ঘ. কংগ্রেস
৮। জাতীয় পরিষদের অধিবেশন কখন বসার কথা ছিল?
ক. ১ মার্চ খ. ২ মার্চ
গ. ৩ মার্চ ঘ. ৭ মার্চ
৯। জাতীয় পরিষদের অধিবেশন কখন স্থগিত ঘোষণা করা হয়?
ক. ১ মার্চ খ. ২ মার্চ
গ. ৩ মার্চ ঘ. ৭ মার্চ
১০। ১৯৭১ সালের কখন শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?
ক. ১ মাচ খ. ২ মার্চ
গ. ৩ মার্চ ঘ. ৭ মার্চ
১১। পাকিস্তানি বাহিনী কখন অপারেশন সার্চলাইট শুরু করে?
ক. ৭ মার্চ খ. ২২ মার্চ
গ. ২৩ মার্চ ঘ. ২৫ মার্চ
১২। কখন মুজিবনগর সরকার গঠন হয়?
ক. ১০ মে খ. ২৫ মার্চ
গ. ১৭ মে ঘ. ১৭ এপ্রিল
১৩। শেখ মুজিব কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
ক. ৭ মার্চ খ. ২৪ মাচ
গ. ২৬ মার্চ ঘ. ২৭ মার্চ
১৪। মুজিবনগর সরকারের সদস্যরা কখন শপথ গ্রহণ করেন?
ক. ১০ মে খ. ২৫ মার্চ
গ. ১৭ মে ঘ. ১৭ এপ্রিল
১৫। ১৯৭১ সালে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল?
ক. ৯০ হাজার খ. ৯১ হাজার
গ. ৯৩ হাজার ঘ. ৯৭ হাজার
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. গ
সূত্র:: কালেরকন্ঠ
আরো দেখুন::
এসএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
এসএসসি মডেল টেস্ট : জীববিজ্ঞান
এসএসসি মডেল টেস্ট : ফিন্যান্স ও ব্যাংকিং
এসএসসি প্রস্তুতি || পদার্থবিজ্ঞান
এসএসসি প্রস্তুতি || ইংরেজি প্রথম পত্র